Dakshin Dinajpur: জাতীয় সড়কে ঘুরছে এ কোন প্রাণী? হরিণ, বাছুর নাকি নীলগাই?
Dakshin Dinajpur: এদিন বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউসের কাছে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় নীলগাইটিকে। ততক্ষণে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন অনেকেই। পাওয়ার হাউস এলাকা থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি নীলগাইকে ইতস্তত ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়।
বালুরঘাট: বিপন্ন প্রজাতি! দেখা প্রায় মেলে না বললেই চলে। এবার সেই নীলগাই একেবারে লোকালয়ে। রবিবার ভোররাতে দেখা গেল বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে একটি নীলগাই। এলাকার লোকজন দেখতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। বিরল প্রজাতির এই প্রাণীকে দেখতে ভিড় জমান লোকজন।
এদিন বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউসের কাছে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় নীলগাইটিকে। ততক্ষণে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন অনেকেই। পাওয়ার হাউস এলাকা থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি নীলগাইকে ইতস্তত ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। যদিও এটি যে আসলেই নীলগাই তা প্রথমে দেখে ঠাওর করতে পারেননি অনেকেই। হরিণ ভেবে ভুলও করেন অনেকে। অনেক আবার বলেন বাছুর। খবর যায় বন দফতর। শেষে বন দফতরের কর্মীরা এসে চিনতে পারেন ওটি আসলে বিরল প্রজাতির নীল গাই।
তবে ভোররাতে দেখা গেলেও সকাল হতেই প্রাণীটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বন দফতর বিষয়টি জানতে পেরে এদিন সকাল থেকে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন বিভিন্ন জঙ্গলে খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে এরইমধ্যে তপনের দিকে আরও একটি নীল গাইয়ের দেখা মিলেছে বলে জানতে পারা গিয়েছে। কিন্তু, আচমকা জেলায় নীলগাই কোথা থেকে এল তা নিয়ে ধন্দে বন দফতর। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।