WB Panchayat Polls 2023: ব্রিজ সারাইয়ে ১০ লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে যাচ্ছে তৃণমূল
West Bengal Panchayat Elections 2023: প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসইল গ্রামের বাসিন্দাদের এবারের ভোটের ইস্যু স্থানীয় কাঠের ব্রিজ। এই ভাঙা কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন গ্রামের শতাধিক মানুষ।
কুশমণ্ডি: পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে ভাঙা কাঠের ব্রিজ মেরামত করার জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এদিকে, নির্বাচনী আদর্শ আচরণবিধির লাগুর মধ্যে টাকা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ যদি ওই ব্রিজ তৈরির টাকা এখন দিতে চাইছেন কেন? এতদিন কোথায় ছিলেন তিনি? ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে দাবি ঘাসফুল শিবিরের। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি তিনি ভোটের পর অর্থ দিতে চেয়েছেন।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসইল গ্রামের বাসিন্দাদের এবারের ভোটের ইস্যু স্থানীয় কাঠের ব্রিজ। এই ভাঙা কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন গ্রামের শতাধিক মানুষ। ভাঙা কাঠের ব্রিজের উপর দিয়ে চলাচল করার ফলে মাঝেমধ্যেই ঘটে বড়সড় দুর্ঘটনা। তাই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কাঠের ব্রিজটি পাকা করার। বারংবার পঞ্চায়েতে এনিয়ে অভিযোগ করলেও এখনো পাকা ব্রিজ পাননি গ্রামের বাসিন্দারা। আরও অভিযোগ, তৃণমূল পরিচালিত উদয়পুর গ্রাম পঞ্চায়েতকে বারংবার জানিও লাভ হয়নি।
এদিকে মঙ্গলবার দুপুরে ওই গ্রামে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। নির্বাচনী সভা করতে এলাকায় যান সুকান্ত। গ্রামবাসীদের অনুরোধে সুকান্ত মজুমদার কাঠের ভাঙা ব্রিজটি পরিদর্শন করেন। পাশাপাশি আশ্বাস দেন, এলাকায় বিজেপি জিতলে সাংসদ তহবিলের ১০ লক্ষ টাকা দিয়ে ব্রিজ তৈরি করবেন। যদিও সুকান্ত মজুমদারের আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা। এতদিন পর পাকা সেতু নির্মাণের আশার আলো দেখছেন তাঁরা।
এ দিকে, বিষয়টিকে ভালভাবে দেখেনি তৃণমূল। সুকান্ত মজুমদার সাংসদ তহবিলের টাকা দেওয়ার প্রশ্নে বিধি ভঙ্গের অভিযোগ আনলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন যে, এই মুহূর্তে টাকা দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেওয়া যায় না ৷ এমনকী এমন কথা বলাও যায় না। সুকান্ত মজুমদার নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন। এনিয়ে তারা কমিশনের দ্বারস্থ হবেন। পাশাপাশি তাদের দবি, ওই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। তবে সব কাজ একবারে করা সম্ভব নয়। এবারেও ওই অঞ্চলে তৃণমূল ক্ষমতায় এলে বাকি কাজ করা হবে বলেই মৃণাল সরকার জানিয়েছেন।
অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,”তৃণমূলের জেলা সভাপতির মদ মাংস খাওয়ার মত ছবি তো আমাদের বের হয়নি। আমরা ভাল কাজ করার জন্য গিয়েছি। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। ভোটের পর আমরা ঘোষণা করব।”