Darjeeling: এক টুকরো ‘কাতার’ দেখতে আজ ঘুরে আসুন দার্জিলিংয়ের ম্যালে

শীতে জবুথুবু দার্জিলিং ম্যালে নবনির্মিত কফি হাউসেই যেন শুরু হতে চলেছে মহারণ।

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 2:43 PM
আর কয়েক ঘণ্টার মধ্যেই মহারণ শুরু হচ্ছে কাতারের লুসেইল স্টেডিয়ামে। রীতিমতো উত্তেজনায় ফুটছে কাতার। আর্জেন্টিনা নাকি ফ্রান্স- কার হাতে উঠবে বিশ্বকাপ? কাতারের ফুটবল মাঠের সেই উত্তাপ এসে পড়েছে শৈলশহর দার্জিলিঙেও। শীতে জবুথুবু দার্জিলিং ম্যালে নবনির্মিত কফি হাউসেই যেন শুরু হতে চলেছে মহারণ।

আর কয়েক ঘণ্টার মধ্যেই মহারণ শুরু হচ্ছে কাতারের লুসেইল স্টেডিয়ামে। রীতিমতো উত্তেজনায় ফুটছে কাতার। আর্জেন্টিনা নাকি ফ্রান্স- কার হাতে উঠবে বিশ্বকাপ? কাতারের ফুটবল মাঠের সেই উত্তাপ এসে পড়েছে শৈলশহর দার্জিলিঙেও। শীতে জবুথুবু দার্জিলিং ম্যালে নবনির্মিত কফি হাউসেই যেন শুরু হতে চলেছে মহারণ।

1 / 5
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠেছে দার্জিলিং ম্যালের কফি হাউস। ফ্রান্স ও আর্জেন্টিনার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে কফি হাউসটি।

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠেছে দার্জিলিং ম্যালের কফি হাউস। ফ্রান্স ও আর্জেন্টিনার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে কফি হাউসটি।

2 / 5
ম্যালে লেকের ধারে কফি হাউসে বসেই দেখা যাবে কাতারের মহারণ। পর্যটকদের বিশ্বকাপের মাঠের আনন্দ দিতে কফি হাউসে বসে খেলা দেখার যেমন ব্যবস্থা রাখা হয়েছে, তেমনই বিশেষ মেনু দিয়ে টেবিল সাজানো হচ্ছে।

ম্যালে লেকের ধারে কফি হাউসে বসেই দেখা যাবে কাতারের মহারণ। পর্যটকদের বিশ্বকাপের মাঠের আনন্দ দিতে কফি হাউসে বসে খেলা দেখার যেমন ব্যবস্থা রাখা হয়েছে, তেমনই বিশেষ মেনু দিয়ে টেবিল সাজানো হচ্ছে।

3 / 5
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষ্যে দার্জিলিং ম্যালের কফি হাউসে বিশেষ বিশেষ মেনুর আয়োজন করা হয়েছে। থাকছে মকটেল।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষ্যে দার্জিলিং ম্যালের কফি হাউসে বিশেষ বিশেষ মেনুর আয়োজন করা হয়েছে। থাকছে মকটেল।

4 / 5
সোয়েটার, চাদর মুড়ি দিয়ে ঝকঝকে আকাশ আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দর্শন এখন দার্জিলিঙের পর্যটকদের কাছে বড় পাওনা। তাই  বিশ্বকাপ ফাইনাল দেখতে অনেক পর্যটকই ম্যালের কফি হাউসের টেবিল বুক করে রেখেছেন।

সোয়েটার, চাদর মুড়ি দিয়ে ঝকঝকে আকাশ আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দর্শন এখন দার্জিলিঙের পর্যটকদের কাছে বড় পাওনা। তাই বিশ্বকাপ ফাইনাল দেখতে অনেক পর্যটকই ম্যালের কফি হাউসের টেবিল বুক করে রেখেছেন।

5 / 5
Follow Us: