Politics in North Bengal: পাহাড় সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠকের পথে কেন্দ্র? শাহি সফরের পরেই চর্চা তুঙ্গে

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Dec 21, 2024 | 2:27 PM

Politics in North Bengal: যদিও তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেবের দাবি, অস্থিরতা তৈরি করতেই এসব বলছে। ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যকে ছাড়া হয় না। তাছাড়া এখন ওখানে ক্ষমতাসীন রয়েছে অনিত থাপার দল। তাদের বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়।

Politics in North Bengal: পাহাড় সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠকের পথে কেন্দ্র? শাহি সফরের পরেই চর্চা তুঙ্গে
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

শিলিগুড়ি: পাহাড় সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি কেন্দ্রের? অমিত শাহের সফর শেষে হইচই পাহাড়ে। জিটিএ স্থায়ী সমাধান নয়, বলছে বামেরাও। আলাদা রাজ্য নিয়ে নতুন করে অশান্তির চেষ্টা হচ্ছে, বলছে তৃণমূল। এরইমধ্যে পাহাড় সমস্যা সমাধানে আগামী জানুয়ারিতে ফের ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়ে দিয়েছেন সাংসদ রাজু বিস্তা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরের পর সাংসদ জানান, এ নিয়ে শাহের সঙ্গে আলোচনা হয়েছে। চিকেনস নেক-সহ বিস্তৃর্ণ এলাকায় যাবতীয় সমস্যা মেটাতে চাইছে মন্ত্রক। তাই পাহাড় সমস্যা মেটাতে ফের ত্রিপাক্ষিক বৈঠক হবে। 

তবে বৈঠকে রাজ্যকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন রাজু। তবে জিটিএ বা এই মুহূর্তে অনিত থাপার যে দল জিটিএ চালাচ্ছেন তাদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বক্তব্য, জিটিএ স্থায়ী সমাধান নয়। জিটিএ’র তেমন ক্ষমতাই নেই পাহাড়ের উন্নয়নে। সেখানে সর্বোচ্চ স্বশাসন দরকার। তবে ত্রিপাক্ষিক বৈঠক হতেই পারে। 

এই খবরটিও পড়ুন

যদিও তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেবের দাবি, অস্থিরতা তৈরি করতেই এসব বলছে। ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যকে ছাড়া হয় না। তাছাড়া এখন ওখানে ক্ষমতাসীন রয়েছে অনিত থাপার দল। তাদের বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়। প্রসঙ্গত, তবে শাহি সফরের পর আলাদা রাজ্য নিয়ে ফের সরগরম পাহাড়। জানুয়ারিতে প্রস্তাবিত এই বৈঠকের আগে পাহাড়ের রাজনীতিতে জল কোন দিকে গড়ায় সেদিকে নজর রাজনৈতিক মহলের। 

Next Article
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, ওদের টার্গেটে শিলিগুড়িও, রাফাল নিয়ে তৈরি সেনাও