Siliguri: স্পা-এর কাজ সেরে রাতে ফিরেছিলেন বাড়ি, সকালে যুবতীর ঘরে ঢুঁ দিতেই ঘুম উড়ে গেল বান্ধবীদের

Siliguri: শিলিগুড়িতে যুবতীর গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। বিউটি পার্লারে স্পা' র কাজ করতেন ওই যুবতী। গরুবাথানের বাসিন্দা ওই যুবতির নাম পুষ্পা ছেত্রী। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।

Siliguri: স্পা-এর কাজ সেরে রাতে ফিরেছিলেন বাড়ি, সকালে যুবতীর ঘরে ঢুঁ দিতেই ঘুম উড়ে গেল বান্ধবীদের
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 7:15 PM

শিলিগুড়ি: রাতে ঘরে ঢোকার চাবি হারিয়ে ফেলেছিলেন। সকালে সেই যুবতীরই গলাকাটা দেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ির ভানু নগরে। কে বা কারা ওই যুবতীকে খুন করেছে তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গরুবাথানের বাসিন্দা ওই যুবতীর নাম পুষ্পা ছেত্রী। তিনি বিউটি পার্লারে স্পা’র কাজ করতেন বলে জানা যাচ্ছে। 

পুলিশ সুত্রে খবর, এদিন দুপুরের পর যুবতীর বান্ধবীরা তাঁকে ডাকতে এসে দেখেন দরজা ভেজানো অবস্থায় রয়েছে। ভেতরে ওই যুবতীর দেহ পড়ে আছে। তা দেখেই চোখ কপালে উঠে যায় তাঁদের। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কানে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় দেহ। 

যুবতী যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িতে আরও ভাড়াটিয়া রয়েছেন। তাঁরা জানান, দোতলার একটি ঘরে থাকতেন পুষ্পা। গতকাল রাতে নিজের ঘরের চাবি হারিয়ে ফেলেছিলেন। তালা ভাঙার জন্য প্রতিবেশীদের কাছে সাঁড়াশি চান। তারপর তা দিয়েই তালা ভেঙে ঘরে ঢুকে যান। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু তারপর ঠিক হয়েছে তা ববতে পারছেন না কেউ। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যান্য ভাড়াটিয়াদের।