AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ, বইছে ঝোড়ো বাতাস, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে?

North Bengal Weather Update: তবে শুধু উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলা নয়, একই সঙ্গে প্লাবনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মালদহ থেকে। সম্প্রতি, এই মালদহে ভূতনির ছবি বাঙালি ভোলেনি। বন্যার জল কেড়ে নিয়েছে তাঁদের সবটুকু। এরপর ফের যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কোথায় যেতে পারে তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে।

Weather Update: প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ, বইছে ঝোড়ো বাতাস, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে?
ঝড়-বৃষ্টিতে তোলপাড় উত্তরবঙ্গImage Credit: Indranil Aditya/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 9:05 PM
Share

শিলিগুড়ি: একটা নিম্নচাপ আর তার জেরে রীতিমতো প্লাবন পরিস্থিতি বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগেই সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া অফিস। আর হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ধূপগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সঙ্গ বইছে ঝড়ো হওয়া।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,  অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের বৃষ্টির জেরে জল পেয়ে ক্রমেই ফুঁসছে তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক, সঙ্কোস নদীগুলি। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। সতর্কতা জারি করে আবহওয়া অফিস এও বলছে, যদি আগামী ২৪ ঘণ্টায় যদি এই ভাবে বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হবে সেখানে। ইতিমধ্যেই বহু পর্যটক উত্তরবঙ্গে রয়েছেন। প্রবল বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। পাশাপাশি এখনই উত্তরবঙ্গে না যাওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

তবে শুধু উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলা নয়, একই সঙ্গে প্লাবনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মালদহ থেকে। সম্প্রতি, এই মালদহে ভূতনির ছবি বাঙালি ভোলেনি। বন্যার জল কেড়ে নিয়েছে তাঁদের সবটুকু। এরপর ফের যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কোথায় যেতে পারে তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে নেপালে বৃষ্টি হচ্ছে। তার প্রভাব পড়বে বিহারে। আর বিহারে প্রভাব পড়া মানে মালদহে যে প্লাবন পরিস্থিতি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। তারপর পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না তা এখনও জানা যায়নি।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার নিম্নচাপ বর্তমানে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ় এলাকায় অবস্থান করছে। এটি প্রথমে উত্তর দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে গিয়ে নিম্নচাপে পরিণত হবে। এরপর আবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ফলে এই নিম্নচাপ যে আরও ভোগাতে চলছে তা বলার অপেক্ষা রাখে না।