North Bengal University: বাড়াতে হবে বেতন, বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ধরে চলছে পেনডাউন কর্মসূচি
University: গত দেড় বছর ধরেই পাঁচশো অশিক্ষক অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে। উপাচার্য না থাকায় সিদ্ধান্ত হয়নি। গত ২০ অগস্ট রেজিস্ট্রারের তরফে এই দাবি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়।

শিলিগুড়ি: উপাচার্য বিহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধির দাবিতে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পেনডাউন কর্মসূচি আজ তিনদিনে পড়ল। এর জেরে ব্যহত বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম। গত দেড় বছর ধরেই পাঁচশো অশিক্ষক অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে। উপাচার্য না থাকায় সিদ্ধান্ত হয়নি। গত ২০ অগস্ট রেজিস্ট্রারের তরফে এই দাবি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়।
যদিও কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, উপাচার্যের অনুপস্থিতিতে রাজ্যের অনুমতি ছাড়া এত কর্মীর বেতন বাড়াতে এই কমিটি সিদ্ধান্ত নেবে কীভাবে? এরপরেই গত বুধবার থেকে আন্দোলনে নামেন অস্থায়ী কর্মীরা শুরু হয় পেনডাউন। আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, দেড় বছর ধরে এই আন্দোলন চলছে। বেতন বাড়ছে না। আর বেতন কেন বাড়ানো হচ্ছে না তাঁদের সেই নিয়েই প্রশ্ন তাঁদের।
অন্যদিকে টিচার্স কাউন্সিলের সম্পাদক অর্ধেন্দু মণ্ডল বলেন, “আমিও ওই কমিটিতে আছি। কিন্তু কীভাবে আমরা উপাচার্য বা রাজ্যের অনুমতি ছাড়া বেতন বাড়াব? তাছাড়া ২০১৯ থেকে এই অস্থায়ী কর্মীদের বেতন আমাদের নিজেদের ফান্ড থেকে দিতে হয়। ফলে পাঁচশো কর্মীর বেতন বাড়ালে সেই খরচ তুলতে ভর্তির ফি বাড়ালে তো ছেলেমেয়েদের অসুবিধে। ফলে আন্দোলনকারীরা কেন সরকারের কাছে গিয়ে তাঁদের দায়িত্ব সরকার নিক এই দাবি তুলছেন না?”
