Siliguri: শুধু কলকাতা নয়, বিজেপির অভিযানের জন্য সেজে উঠছে উত্তরকণ্যাও
Siliguri: প্রবল বৃষ্টির কারণে জল জমেছে সভার মাঠে। সে জল বার করে দিয়ে মাঠ প্রস্তুত করতে সকাল থেকে জোরকদমে কাজ চলছে। জানা যাচ্ছে, তিনবাতি মোড় এলাকায় জমায়েত হয়ে দশ হাজার কর্মীর মিছিল শেষ হবে এই চুণাভাটির মাঠে।

শিলিগুড়ি: একুশে জুলাইয়ের জন্য ধর্মতলায় সাজো-সাজো রব। আর ওইদিকে সেজে উঠেছে শিলিগুড়িও। কারণ আগামিকাল শিলিগুড়ির উত্তরকণ্যার কাছে বিজেপির সভা। চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে উত্তরেও চলছে জোর প্রস্তুতি। পুলিশি মধ্যস্থতায় মাঠের সমস্যা মিটিয়ে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে সভামঞ্চ তৈরির কাজ।
প্রবল বৃষ্টির কারণে জল জমেছে সভার মাঠে। সে জল বার করে দিয়ে মাঠ প্রস্তুত করতে সকাল থেকে জোরকদমে কাজ চলছে। জানা যাচ্ছে, তিনবাতি মোড় এলাকায় জমায়েত হয়ে দশ হাজার কর্মীর মিছিল শেষ হবে এই চুণাভাটির মাঠে। সেখানেই উত্তরের দলের কর্মীদের দিশা দেখাবেন রাজ্যের বিরোধী দল বিজেপি। উত্তরে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের সভায়হাজির হতে নির্দেশ দিয়েছে দল।
উত্তরকণ্যাকে পাশে রেখে র্যালি যখন এগোবে তখন উত্তরকণ্যার নিরাপত্তায় বিশেষ বন্দোবস্ত করবে পুলিশ। পাশাপাশি র্যালির যাত্রাপথ এবং সভামঞ্চ মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ড্রোন ছাড়াও ভিডিও রেকর্ডিং করবে পুলিশ।সব মিলিয়ে আগামিকাল সপ্তাহের প্রথম দিন হাইভোল্টেজ সভাকে সামনে রেখে এখন উত্তরেও চড়ছে রাজনীতির পারদ।

