Governor C V Ananda Bose: রাজ্যপালের সঙ্গে বৈঠক, তাঁকেই আবার কালো পতাকা দেখাল তৃণমূল
Governor C V Ananda Bose: শনিবার কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বোস রয়েছেন উত্তরবঙ্গে। তবে তিনি তৃণমূলের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছেন দার্জিলিংয়ের রাজভবনে।
শিলিগুড়ি: চাপ এবং পাল্টা চাপের রাজনীতি অব্যাহত। আবারও বিক্ষোভের মুখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৈঠকের আগেই বাগডোগরায় বিক্ষোভের মুখে সিভি আনন্দ বোস। রাজ্যপালকে ঘিরে স্লোগান তৃণমূলের! বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান। সঙ্গে দেখানো হল কালো পতাকা। এই নিয়ে পরপর তিনবার কালো পতাকা দেখলেন রাজ্যপাল।
শনিবার কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বোস রয়েছেন উত্তরবঙ্গে। তবে তিনি তৃণমূলের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছেন দার্জিলিংয়ের রাজভবনে। তবে বৈঠকের আগেই বাগডোগরা বিমানবন্দরে বিক্ষোভের মুখ পড়েন রাজ্যের সাংবিধানিক প্রধান। শুধু তৃণমূল নেতা-কর্মীরাই নয়, এ দিন তাঁদের সঙ্গে ছিলেন জবকার্ড হোল্ডারাও।
তৃণমূলের বক্তব্য, নির্বাচিত একজন জনপ্রতিনিধি যখন রাজভবনের সামনে বসে অবস্থান করছেন সেই সময় মনোনিত রাজ্যপাল দার্জিলিংয়ে চলে আসছেন। নিজের ইচ্ছামত দার্জিলিংয়ে ডেকে পাঠাচ্ছেন। বিক্ষোভরত তৃণমূল নেতা বলেন, “শিলিগুড়ির বুকে রাজ্যপাল বসে রয়েছেন। আর গরিব মানুষরা টাকা পাচ্ছেন না।” এ দিকে, এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকদের মত, যার কাছে ১০০ দিনের টাকার আর্জি জানাবেন তাঁকে ঘিরেই কি না বিক্ষোভ স্লোগান তৃণমূলের?