C V Ananda Bose: বিধায়কদের বাড়িতে CBI হানার আবহেই তড়িঘড়ি কলকাতা ফিরছেন রাজ্যপাল বোস

C V Ananda Bose: জানা গিয়েছে, প্রথমে জানা যাচ্ছিল তিস্তাবাজার থেকে দার্জিলিং ফিরবেন রাজ্যপাল বোস। সেখানে মধ্যাহ্নভোজন সারবেন। তবে কিছুক্ষণ আগে দার্জিলিং রাজভবন থেকে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে বাগডোগরা বিমানবন্দর যাবেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন তিনি।

C V Ananda Bose: বিধায়কদের বাড়িতে CBI হানার আবহেই তড়িঘড়ি কলকাতা ফিরছেন রাজ্যপাল বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 1:29 PM

দার্জিলিং: উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ দিকে, কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজই তড়িঘড়ি কলকাতা ফিরে আসছেন রাজ্য়পাল।

জানা গিয়েছে, প্রথমে জানা যাচ্ছিল তিস্তাবাজার থেকে দার্জিলিং ফিরবেন রাজ্যপাল বোস। সেখানে মধ্যাহ্নভোজন সারবেন। তবে কিছুক্ষণ আগে দার্জিলিং রাজভবন থেকে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে বাগডোগরা বিমানবন্দর যাবেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন তিনি।

প্রসঙ্গত, শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল কংগ্রেস দাবি করেছিল দার্জিলিংয়ের বৈঠক সৌহার্দ্যপূর্ণ। দ্রুত কলকাতা ফিরবেন রাজ্যপাল। আজ রাজ্যপাল তিস্তাবাজার আসেন। অন্যদিকে, খবর মেলে রাজ্যের মন্ত্রীর বাড়িতে সিবিআই-এর অভিযান। সূত্রের খবর, তারপরই রাজ্যপালের সফর সূচির এই পরিবর্তন বলে জানতে পারা যাচ্ছে।

এ দিকে, আজও রাজভবনের সামনে ধরনা অবস্থানে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রায় ১ঘণ্টা ৪৫ মিনিট তিনি বসে রয়েছেন। এখনও পর্যন্ত কোনও বক্তার বক্তব্যে সিবিআই তল্লাশি নিয়ে বার্তা মেলেনি। তবে মঞ্চে আসার পূর্বে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, “দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক। তবে তদন্তের নামে দীর্ঘদিন তা ফেলে রাখা ঠিক নয়।”