AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal tour: এখন কি উত্তরবঙ্গ যাচ্ছেন? কোন পথে-কীভাবে যাবেন, কোন রাস্তা বন্ধ বা খোলা জানুন বিস্তারিত

North Bengal disaster: অনেকেই আছেন এই সময়টা একদম পাহাড় না গিয়ে ডুয়ার্সের জঙ্গল-নদী ঘুরে আসতে চান। অতিভারী বৃষ্টির জন্য বিপর্যস্ত রয়েছে সেই ডুয়ার্স। এবার সেখানকার কোন কোন রাস্তা খোলা? জেনে নেওয়া যাক

North Bengal tour: এখন কি উত্তরবঙ্গ যাচ্ছেন? কোন পথে-কীভাবে যাবেন, কোন রাস্তা বন্ধ বা খোলা জানুন বিস্তারিত
উত্তরবঙ্গের গাইডবুকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 7:59 PM
Share

কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর। পাহাড় এবং ডুয়ার্স একসঙ্গে ক্ষতির মাশুল গুনছে। পর্যটকরা অনেকেই ভীত। কেউ কেউ তড়িঘড়ি সেখান থেকে ফিরে এসেছেন। কেউ আবার যাত্রা বাতিল করছেন। কেউ আবার উত্তর খুঁজছেন এখন কি যেতে পারবেন নাকি সেখানে। হাওয়া অফিস বলছে এখন পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। এক নজরে জেনে নিন কোন রাস্তা বন্ধ, কোথায় যেতে তেমন বাধা নেই…।

পাহাড়ের রাস্তা: বন্ধ না খোলা?

  • দুধিয়া ব্রিজ ভাঙায় বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
  • মিরিক-নল-পটং-নকশালবাড়ি হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা
  • মিরিক-পশুপতি-ঘুম হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা
  • ধস নামায় শিলিগুড়ি-দার্জিলিং রোহিণী রোড বন্ধ
  • হিলকার্ট রোড, পাঙ্খাবাড়ি রোড খোলা
  • দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা
  • সিকিম-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক খোলা
  • কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী প্রতিটি রাস্তাই খোলা

অনেকেই আছেন এই সময়টা একদম পাহাড় না গিয়ে ডুয়ার্সের জঙ্গল-নদী ঘুরে আসতে চান। অতিভারী বৃষ্টির জন্য বিপর্যস্ত রয়েছে সেই ডুয়ার্স। এবার সেখানকার কোন কোন রাস্তা খোলা? জেনে নেওয়া যাক

ডুয়ার্সের রাস্তা: বন্ধ না খোলা?

  • নাগরাকাটায় ব্রিজ ভাঙায় ঘুরপথে যাতায়াত
  • ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে ডুয়ার্সের রাস্তা খোলা

তবে এই পরিস্থিতির মধ্যেও যাঁরা-যাঁরা উত্তরবঙ্গে ঘুরে আসতে চাইছেন বা যাঁদের টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁরা যদি এখন সেখানে যেতে চান তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

  • খোলা থাকলেও, রাস্তার হাল অনেক জায়গায় খারাপ
  • পাহাড়, ডুয়ার্সের অনেক রাস্তায় লম্বা যানজট
  • অস্বাভাবিক দেরিতে চলছে উত্তরবঙ্গের ট্রেন

গত শুক্রবার-শনিবার বীভৎস বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ভেঙেছে রাস্তা। ধসেছে বাড়ি। একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পর্যটকরা কার্যত প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছেন সেখান থেকে।দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। জোর কদমে চলছে পাহাড়কে পুনরায় তার অনস্থানে ফেরানোর জন্য।এই পরিস্থিতিতে যাঁরা সেখানে যেতে চাইছেন তাঁদের জন্যই রইল গাইড বুক।