Holi Special Train: হোলিতে নিউ জলপাইগুড়ির জন্য স্পেশাল ট্রেন, সময়-তারিখ জেনে নিন

Holi Special Train: হোলির সময় বিভিন্ন রুটের ট্রেনে অনেক ভিড় হয়, তাই এই ট্রেনগুলি চালু করা হয়েছে।

Holi Special Train: হোলিতে নিউ জলপাইগুড়ির জন্য স্পেশাল ট্রেন, সময়-তারিখ জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 12:12 AM

নয়া দিল্লি: সামনেই হোলি। প্রতি বছরই সাধারণত ওই সময় সরকারি বা বেসরকারি সংস্থায় ছুটি থাকে। ফলে কর্মীরা বাড়ি ফেরেন। ট্রেনে-বাসে প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তাই উত্তর-পূর্ব রেলের তরফে হোলি উপলক্ষ্যে কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ট্রেনও রয়েছে।

বিশেষ ট্রেনগুলি কোনটা, কোন সময়ে চলবে জেনে নিন।

ডিব্রুগড়-গোরখপুর:

রওনা হবে ২ মার্চ ও ৯ মর্চ। সন্ধ্যা ৭ ট ২৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা হবে, গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭ টায়।

আর গোরখপুর থেকে ছাড়বে ৭ ও ১৪ মার্চ। সকাল ৭ টা ৫০ মিনিটে রওনা হয়ে ডিব্রুগড় পৌঁছবে রাত ৯ টা ১৫ মিনিটে।

গোরখপুর- নিউ জলপাইগুড়ি: 

৪ ও ১১ মার্চ রওনা হবে গোরখপুর থেকে। ছাড়বে বিকেল ৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়।

৬ ও ১৩ মার্চ রওনা হবে নিউ জলপাইগুড়ি থেকে। বিকেল ৩ টেয় রওনা হবে গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬ টায়।

শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি:

শিয়ালদহ থেকে রওনা হবে ৩ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে রওনা হবে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।

নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে ৪ মার্চ। সকাল ১২ টা ১৫ মিনিটে ছাড়বে ও রাত ১১ টা ৫০ মিনিটে পৌঁছবে।

শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি:

শিয়ালদহ রওনা হবে ৪ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে, পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০ টা ৪৫ মিনিটে।

৫ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে, পৌঁছবে রাত ১১ টা ৫০ মিনিটে।