Hooghly: ডিম কিনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নাবালিকার, পাড়ার ‘দাদু’কে তুলে নিয়ে গেল পুুলিশ
Hooghly: এরইমধ্যে এদিন প্রৌঢ়ের দোকানে চড়াও হয় এলাকার কিছু লোকজন। তখনই তাঁকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়ে এলাকায় আসে ব্যান্ডেন ফাঁড়ির পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয়।
ব্যান্ডেল: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্তকে হাতের কাছে বেধড়ক মার গ্রামবাসীর। চুলের মুঠি ধরে চলল প্রহার। শেষে খবর পেয়ে এলাকায় এল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা ব্য়ান্ডেলের কৈলাশনগর এলাকায়। কয়েকদিন আগে বছর বারোর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকারই এক প্রৌঢ়ের বিরুদ্ধে। নিজের মুদির দোকানেই তিনি ওই কাণ্ড ঘটান বলে অভিযোগ। ঘটনা চাউর হতে এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়ায়। শেষে পুলিশ এসে প্রৌঢ়কে আটক করে নিয়ে যায়। সূত্রের খবর, ভুল ‘স্বীকার’ করে ক্ষমাও চায় ওই ব্যক্তি। ভুল স্বীকার করায় নাবালিকার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। পুলিশও ছেড়ে দেয় প্রৌঢ়কে। কিন্তু, তখনও বাকি ঘটনার।
স্থানীয় সূত্রে খবর, থানা থেকে ছাড়া পেয়ে পাড়ায় ফিরে লোকজনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকেন ওই ব্যক্তি। অভিযোগ, লোকজনেক কাছে বলতে থাকেন ওই নাবালিকা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। টাকার ধার-বাকির সমস্যার কারণেই নাকি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এ কথা নতুন করে চাউর হতেই এলাকায় চাপানউতোর শুরু হয়।
এরইমধ্যে এদিন প্রৌঢ়ের দোকানে চড়াও হয় এলাকার কিছু লোকজন। তখনই তাঁকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়ে এলাকায় আসে ব্যান্ডেন ফাঁড়ির পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বলছেন, সেদিন নাবালিকা দোকানে ডিম কিনতে গিয়েছিল। দোকানের মধ্যেই তাঁকে যৌন হেনস্থা করেছিলেন ওই ব্যক্তি। বাড়িতে দিয়ে সবটাই খুলে বলে নির্যাতিতা। বর্তমানে নাবালিকার মা বলছেন, “ওর স্ত্রী-মেয়ের কথা ভেবে তখন অভিযোগ করিনি। কিন্তু, থানা থেকে ফিরেই আমার মেয়েকে বদনাম করার চেষ্টা করছে।” অন্যদিকে অভিযুক্ত বলছেন, “আমি অন্যায় স্বীকার করেছি। আমার ভুল হয়েছিল। আর কিছু বলার নেই।”