AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh: দশমীতে রথের রশিতে পড়ল টান, এক প্রাচীন রীতি

Vijaya Dashami: আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কে এই রথকে ঘিরে গোঘাট সহ আশপাশের কয়েকটি জেলার মানুষজন ভিড় করেন। প্রাচীনকাল থেকেই এই রথের মেলায় বাঁশের ও বেতের তৈরি ধামা কুলো সহ অন্যান্য সামগ্রী যেমন পাওয়া যায়, তেমনই গৃহস্থালির টুকিটাকি জিনিসপত্র বেচাকেনা হয়।

Arambagh: দশমীতে রথের রশিতে পড়ল টান, এক প্রাচীন রীতি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 8:01 PM
Share

আরামবাগ: দশমীতে একেকটি জায়গায় একেক রকম রীতি। বিজয়া দশমীর বিকেলে হুগলির গোঘাটে বিজয়ার রথের রশিতে টান দিলেন অগনিত মানুষজন। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সস্ত্রীক রথের রশি ধরে টান দিলেন। কথিত আছে এটি রাবণকাটা বিজয়ার রথ কয়েক শতাব্দী প্রাচীন। স্বরূপনারায়ণ জিওকে এই রথে স্থাপন করে রশিতে টান দেন সকল সম্প্রদায়ের মানুষজন।

আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কে এই রথকে ঘিরে গোঘাট সহ আশপাশের কয়েকটি জেলার মানুষজন ভিড় করেন। প্রাচীনকাল থেকেই এই রথের মেলায় বাঁশের ও বেতের তৈরি ধামা কুলো সহ অন্যান্য সামগ্রী যেমন পাওয়া যায়, তেমনই গৃহস্থালির টুকিটাকি জিনিসপত্র বেচাকেনা হয়। এক প্রকার এই রাতকে ঘিরেই আনন্দ উৎসব চলে বিজয়ার দিন। সব সম্প্রদায়ের মানুষজনই তাদের সারা বছরের জিনিসপত্র কিনতে এই রথের মেলাতে ভিড় জমান। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন রথের মেলায়।

বিকেলে একদিকে যখন বিসর্জন পর্ব চলছে, তখন শুরু হয়ে গিয়েছে মেলা। পশ্চিমবঙ্গের আর কোথাও এমন রথ হয় না। শোনা যায়, গৌরাঙ্গ মহাপ্রভু এই পথ দিয়ে যেতে যেতে নাকি একসময় রথের দড়িতে টানও দিয়েছিলেন।