Chandannagar police: পুজোর সময় মহিলার খোয়া যাওয়া ৫ লাখ টাকার গহনার ব্যাগ ফিরিয়ে ‘হিরো’ চন্দননগর থানার পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2021 | 5:25 PM

Jewelry bag: তারপরেই হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের ।

Chandannagar police: পুজোর সময় মহিলার খোয়া যাওয়া ৫ লাখ টাকার গহনার ব্যাগ ফিরিয়ে হিরো চন্দননগর থানার পুলিশ
হরিয়ে ফেলেছিলেন গহনার ব্যাগ

Follow Us

হুগলি: সততার নজির গড়ল চন্দননগর থানার পুলিশ। পুজোর সময় মহিলার খোয়া যাওয়া প্রায় পাঁচ লাখ টাকার গহনার ব্যাগ ফেরত দিল তারা।

ঠিক কী ঘটেছিল?
চন্দননগরের (Chandannagar) বেসোহাটের বাসিন্দা চামেলী সাধুখাঁ (Chameli Sadhukha)ও তার স্বামী। গত শনিবার উত্তর ২৪ পরগনার ইছাপুর (Ichapur) থেকে চন্দননগর ফিরছিলেন। সেই সময় চন্দননগর লঞ্চ ঘাট পেরিয়ে টোটো (toto) করে বেশোহাটায় নিজেদের ফ্ল্যটে আসেন। তারপরেই হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের । দম্পতির খেয়াল হয় যে গয়নার ব্যাগটি আর সঙ্গে নেই। সেটা ফেলে এসেছেন টোটোর মধ্যে।

সঙ্গে-সঙ্গে আর দেরী না করেই সোজা চলে যান চন্দননগর থানায় (chandannagar police station) যোগাযোগ করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তৎপরতার সঙ্গে সমস্ত গহনা সহ মহিলার ব্যাগ ফেরত দেয়।

চামেলী দেবি জানান, “বেশোহাটায় আমার ব্যাগ ছিল। টোটো থেকে নামর সময় ব্যাগটি ফেলে যাই। এরপর আমি থানায় আসি ও বড়বাবুকে বিষয়টি জানাই। উনি একটা রিসিভ কপি জমা দিতে বলেছিলেন। পরের দিন ফের আমি থানায় আসি। তখন বড়বাবু একটি সিসিটিভি ফুটেজ দেখান। এরপর টোটোওলার ছবি পাওয়া যায়। সেই দেখে অনুমান করে পুলিশ। ফিরিয়ে দেওয়া হয় আমার ব্যাগ।”

এর আগে বীরভূমের (Birbhum) সিউড়িতেও (Suri) তে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় খোয়া যাওয়া ব্যাগ ফেরত দিয়েছিল এক গ্যারেজ ব্যাবসায়ী।

ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে প্রয়োজন হতে পারে ভেবে ৩০ হাজার টাকা তুলেছিলেন সিউড়ির বাসিন্দা সমরেশ পাল। বাইকে করে যাওয়ার পথে সেই টাকা সমেত ব্যাগ (Bag) পড়ে যায় রাস্তায়। আনোয়ার শেখ নামের এক স্থানীয় ব্যবসায়ী সেই ব্যাগ ফিরিয়ে দেন সমরেশের হাতে।

জানা গিয়েছে, সমরেশ বাবু বাইকের ডিকিতে ৩০ হাজার টাকাসমেত ব্যাগটি রেখেছিলেন। কোনওভাবে সেটি রাস্তায় পড়ে যায়। ব্যাগটি (Bag) কুড়িয়ে পান আনোয়ার শেখ নামে এক গ্যারেজ ব্যবসায়ী। টাকার ব্যাগটি পেয়ে তিনি আর দেরি করেননি। সিউড়ি থানায় তৎক্ষণাৎ যোগাযোগ করেন এবং টাকা সমেত ব্যাগটি পুলিশের হাতেও তুলে দেন। কোনও প্রয়োজনে পুলিশ বা টাকার মালিক যদি যোগাযোগ করতে চান তাও করতে পারেন বলে জানান আনোয়ার।

অন্যদিকে টাকার ব্যাগটি (Bag) খোয়া গিয়েছে জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন সমরেশবাবু। উপযুক্ত প্রমাণ দিয়ে হারানো টাকা সমেত ব্যাগটি ফেরত পান তিনি। গ্যারেজ ব্যবসায়ী আনোয়ার শেখকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সমরেশ পাল।

আরও পড়ুন: Nobel Prize in Economics: গবেষণায় ‘ন্যাচরাল এক্সপেরিমেন্টস’-এর প্রভাব, নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

আরও পড়ুন: Aryan Khan drug case: খাওয়া বন্ধ, ঘুম নেই, আরিয়ানের গ্রেফতারিতে একেবারে ভেঙে পড়েছেন শাহরুখ

Next Article