Nobel Prize in Economics: গবেষণায় ‘ন্যাচরাল এক্সপেরিমেন্টস’-এর প্রভাব, নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

Nobel Prize 2021: ডেভিড কার্ড বার্কলেতে ক্যানিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জশুয়া অ্যাংগ্রিস্ট মাসেচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক এবং গুউডো ইমবেনস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

Nobel Prize in Economics: গবেষণায় 'ন্যাচরাল এক্সপেরিমেন্টস'-এর প্রভাব, নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ
অসামান্য অবদানের জন্য নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ (ছবি - দা নোবেল প্রাইজ় টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 5:11 PM

অসলো : ঘোষিত হল এ বছরের অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম। ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ। ডেভিড কার্ড (David Card), জশুয়া ডি অ্যাংগ্রিস্ট (Joshua D Angrist) এবং গুইডো ডব্লিউ ইমবেনস (Guido W Imbens)। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এব সায়েন্সেসে তরফে সোমবার অর্থনীতিতে নোবেলের জন্য তিন বিশিষ্ট অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে। অর্থনীতির ক্ষেত্রে ‘আনইনটেন্ডেড এক্সপেরিমেন্টস’ (Unintended Experiments)বা ‘ন্যাচরাল এক্সপেরিমেন্টস’ (Natural Experiments)সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

ডেভিড কার্ড বার্কলেতে ক্যানিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জশুয়া অ্যাংগ্রিস্ট মাসেচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক এবং গুউডো ইমবেনস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, তিনজনই “অর্থনীতি সংক্রান্ত গবেষণামূলক কাজে পুরোপুরি নতুন আকার দিয়েছেন।”

দা নোবেল প্রাইজ়ের টুইটার বলা হয়েছে, ২০২১ সালের অর্থনীতিতে নোবল বিজয়ী জশুয়া অ্যাংগ্রিস্ট এবং গুইডো ইমবেনস দেখিয়েছেন যে ন্যাচরাল এক্সপেরিমেন্টস থেকে কোনও গবেষণামূলক কাজের কারণ এবং প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাঁদের তৈরি এই কাঠামো ব্যাপকভাবে গৃহীত হয়েছে বিশ্বব্যাপী গবেষক মহলে।

জোশুয়া অ্যাংগ্রিস্ট এবং গুইডো ইমবেনসকে তাঁদের ‘কারণগত সম্পর্ক বিশ্লেষণে তাদের পদ্ধতিগত অবদানের জন্য’ অর্থনৈতিক বিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। অন্যদিকে লেবার ইকনোমিক্স সংক্রান্ত গবেষণায় অসামান্য অবদানের জন্য বেছে নেওয়া হয়েছে ডেভিড কার্ডকে।

আরও পড়ুন : Nobel Peace Prize 2021: প্রতিষ্ঠানের চোখ রাঙানিতেও মত প্রকাশের স্বাধীনতার লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক