Diarrhea: শীত পড়তেই শুরু ডায়ারিয়ার প্রকোপ, পেটে অসহ্য যন্ত্রণা-সঙ্গে বমি পায়খানা
Diarrhea: সরকারি চিকিৎসার আওতায় আসে ওই এলাকার আক্রান্তরা। ব্লক প্রশাসন সূত্রে খবর কয়েকদিন ধরে ওই এলাকার শিশু মহিলা পুরুষ মিলিয়ে নিয়ে প্রায় ১৫-২০ জনের ডায়ারিয়া হয়েছে এমন চিহ্নিত করা গেছে
হুগলি: ডায়ারিয়ায় প্রকোপ পাণ্ডুয়ায় উত্তরখণ্ড সরকার ডাঙ্গা গ্রামে। আক্রান্ত বেশ কয়েকজন।জল থেকে ডায়ারিয়া ছড়াচ্ছে বলে মনে করছে প্রশাসন। পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের উত্তরখণ্ড গ্রামের সরকারডাঙ্গা গ্রামের বাসিন্দারা গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগতে থাকেন। বমি, পেট খারাপ হওয়ায় অনেকেই ডাক্তারের কাছে যান। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা পাণ্ডুয়া হাসপাতালের বিএমএ ইচ মঞ্জুর আলমকে বিষয়টি জানান।
সরকারি চিকিৎসার আওতায় আসে ওই এলাকার আক্রান্তরা। ব্লক প্রশাসন সূত্রে খবর কয়েকদিন ধরে ওই এলাকার শিশু মহিলা পুরুষ মিলিয়ে নিয়ে প্রায় ১৫-২০ জনের ডায়ারিয়া হয়েছে এমন চিহ্নিত করা গেছে। প্রাথমিক অনুমান এলাকার পুকুরে নোংরা জল থেকে কোনওভাবে সংক্রমণ ছড়াতে পারে। আক্রান্তদের গ্রামে যান চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সঙ্গে ছিলেন পাণ্ডুয়া বিডিও সেবন্তী বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান উজ্জ্বলা মুর্মু এবং ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সদর মহকুমা শাসক ওই এলাকায় ঘুরে আক্রান্তদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষরাও তাঁদের এলাকায় পানীয় জলের সমস্যা, জল নিকাশি সমস্যা-সহ নানান সমস্যার কথা জানান তাঁদের। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন মহকুমা শাসক।
পান্ডুয়া বিডিও সেমন্তী বিশ্বাস বলেন, “কয়েকটি বাড়ি ঘুরেছি আমরা। দেখেছি সচেতনতার অভাব আছে। বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। পানীয় জল যেখান থেকে ব্যবহার হয় সেগুলো নিয়মিত পরিষ্কার করতে বলেছি গ্রাম পঞ্চায়েতকে। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্তরা বাড়িতেই আছে, কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।”