Nawsad Siddique: বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মুখ খুললেন নওশাদ, কী বার্তা দিলেন বিধায়ক?
Nawsad Siddique: প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও তার পরবর্তী আন্দোলন-সংঘর্ষ ঘিরে উত্তাল বাংলাদেশ। ইসকনের সাধুর গ্রেফতারি এবং তাঁর জামিন না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে।
কলকাতা: পড়শি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা। তীব্র নিন্দা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করেছেন বিধায়ক। দ্রুত এই অশান্তি মিটিয়ে নেওয়ার আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও তার পরবর্তী আন্দোলন-সংঘর্ষ ঘিরে উত্তাল বাংলাদেশ। ইসকনের সাধুর গ্রেফতারি এবং তাঁর জামিন না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। জানা যাচ্ছে, হিন্দুদের উপরে হামলার লাগাতার অভিযোগ আসছে। বাড়ি-ঘর, দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ভয়ঙ্কর চিত্রও সামনে এসেছে। এমনকী, বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার আবেদন গ্রহণ করা হয়েছে। পড়শি দেশের সেই পরিস্থিতির আঁচ পড়তে শুরু করেছে এ দেশেও। যেহেতু সে দেশের একদম পাশে রয়েছে বাংলা। ফলে এখানেও চলছে চাপানউতর। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, “বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।”
তবে নওশাদের বক্তব্য, “বাংলাদেশে যা ঘটছে এটা কোনও ভাবে কাম্য নয়। যদিও, এটা আন্তর্জাতিক বিষয়, তবুও এই ঘটনা কাম্য নয়। প্রার্থনা করি বাংলাদেশ শান্ত থাকুক। পাশাপাশি যেভাবে সংখ্যালঘুদের উপর যেভাবে দমন-পীড়ন হচ্ছে খবর পাচ্ছি তা বন্ধ হওয়া উচিত।”