Hardik Pandya: এক ওভারে চার ছক্কা, সিএসকের ২.২ কোটির বোলারকে পেটালেন হার্দিক পান্ডিয়া
Syed Mushtaq Ali Trophy: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করেছে বরোদা। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিককে বরোদার হয়ে তিন ম্যাচেই ফর্মে দেখা গিয়েছে।
কলকাতা: হোলকার স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ধামাকা। এমনটা বললে বিন্দুমাত্র ভুল বলা হবে না। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক এখন ব্যস্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে। ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা মুস্তাক আলি ট্রফির ম্যাচে তামিলনাড়ুকে ৩ উইকেটে হারিয়েছে। সেই ম্যাচে জ্বলে উঠেছিল হার্দিকের ব্যাট। এক ওভারে তো রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন হার্দিক। চার ছক্কার পাশাপাশি একটি ৪ মারেন হার্দিক এক ওভারে। তাও কিনা চেন্নাই সুপার কিংস শিবিরে নতুন যোগ দেওয়া বোলারের বিরুদ্ধে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তামিলনাড়ুর বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরোদার অধিনায়ক ক্রুণাল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২২১ রান তোলে তামিলনাড়ু। ৫৭ করেন ওপেনার নারায়ণ জগদীশান। ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন বিজয় শংকর। বরোদার লুকমান মেরিওয়ালা নেন ৩ উইকেট। এরপর ২২২ রানের টার্গেট তাড়া করতে নামে বরোদা। ওপেনার মিতেশ প্যাটেল ১৮, নিনাদ রাথবা ২৯ করেন। তিনে নেমে শিবালিক শর্মা ১৪ রান করেন। টপ অর্ডারের মধ্যে ভানু পানিয়া ২০ বলে ৪২ রান করেন। ক্যাপ্টেন ক্রুণালের ব্যাটে এসেছে ২০ বলে ২২ রান।
ছয়ে নেমে হার্দিক ৩০ বলে ৬৯ রান করেন। ২৩০.০০ স্ট্রাইকরেটে ৪টি চার ও ৭টি ছয় মারেন হার্দিক। যার মধ্যে ১৭তম ওভারে তিনি তোলেন ৩০ রান। গুরজপনীত সিংয়ের ওই ওভারে ৪টি ছয় ও ১টি চার মারেন হার্দিক। মেগা নিলামে সিএসকে এই গুরজপনীতকে ২.২ কোটি টাকায় কিনেছে। এরপর ১৯তম ওভারে সিএসকের কেনা বিজয় শংকরের বিরুদ্ধে ২টি ছয় মারেন হার্দিক। পরের ওভারে হার্দিক রান আউট হন। শেষ বলে ছয় মেরে বরোদাকে জেতান অতীত শেঠ।
6⃣,6⃣,6⃣,6⃣,4⃣
One goes out of the park 💥
Power & Panache: Hardik Pandya is setting the stage on fire in Indore 🔥🔥
Can he win it for Baroda?
Scorecard ▶️ https://t.co/DDt2Ar20h9#SMAT | @IDFCFIRSTBank pic.twitter.com/Bj6HCgJIHv
— BCCI Domestic (@BCCIdomestic) November 27, 2024
ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিককে বরোদার হয়ে তিন ম্যাচেই ফর্মে দেখা গিয়েছে। গুজরাটের বিরুদ্ধে তিনি ৭৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। এরপর উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৪১ নট আউট ছিলেন তিনি। ওই দুই ম্যাচে ১টি করে উইকেট নিয়েছিলেন হার্দিক।