Hooghly Accident: দিদিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, পথে নাতির অবস্থা দেখে শিহরিত পরিবার
Hooghly Accident: রাতে পান্ডুয়ায় জামগ্রাম থেকে কালী প্রতিমা দেখতে আসছিল পান্ডুয়ায়। সেই সময় নিয়ালার কাছে রাত ১ টা নাগাদ জি টি রোডের উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সোমনাথ।
হুগলি: দিদিমার সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরা হল না নাতির। দুর্ঘটনায় মৃত্যু হল বছর বত্রিশের সোমনাথ মালিকের। উত্তর পাড়ায় ভদ্রকালী এলাকার বাসিন্দা সোমনাথ বৃহস্পতিবার বিকেলে পাণ্ডুয়ার জামগ্রামে দিদিমাকে দেখতে আসেন। রাতে পাণ্ডুয়ার জামগ্রাম থেকে কালী প্রতিমা দেখতে আসছিলেন । সেই সময় নিয়ালার কাছে রাত ১ টা নাগাদ জি টি রোডের ওপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সোমনাথ। স্থানীয়রা উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে হাসপাতালে যায় পাণ্ডুয়া থানার পুলিশ । পরিবারের লোককে খবর দেওয়া হলে তাঁরা গিয়ে দেহ শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিদিমার শরীর খারাপ হওয়ায় তাঁকে দেখতে গিয়েছিলেন সোমনাথ। বাড়ি যেতে বারণ করেছিলাম তাঁর দিদিমা, কিন্তু শোনেননি। রাতে সাইকেল নিয়ে বেরিয়ে পাণ্ডুয়া আসার পথে দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানতে পারা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমনাথের মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এই ঘটনা নিতান্তই দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, পাণ্ডুয়ার সুপার মার্কেট এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। পথচারীকে ধাক্কা মারে একটি বাইক। ঘটনায় বিকাশ বাউল দাস ও দেব মণ্ডল নামে দুজন আহত হন। বিকাশের বাড়ি পাণ্ডুয়ার ধামাসিনে ও দেব মণ্ডলের বাড়ি পাণ্ডুয়ার কাকলিতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার সুপার মার্কেট এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিকাশ, সেই সময় দেব বাইকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ধাক্কা মারেন। গুরুতর আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। দেবের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বিকাশের হাতেও পায়ে মুখে আঘাত লেগেছে। তিনি পাণ্ডুয়া হাসপাতালে চিকিৎসাধীন।