Hooghly: কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, ডানকুনি টোল প্লাজায় উত্তেজনা
Hooghly: তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সম্পাদক নিতাই দে বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। সংগঠনের তহবিলের টাকা নয়ছয় করে মুনাফা লুটছেন।
হুগলি: তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। এমনকি দুই নেতার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। টোল প্লাজার গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে জেলার এক বিধায়কের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
প্রসঙ্গত, ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘ দিনের। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং টোল প্লাজার কর্মীদেরি উপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল শ্রমিক সংগঠনের আর এক গোষ্ঠী।
ডানকুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিশার আলি মল্লিক ও সহ-সম্পাদক নিতাই দে অভিযোগ সংগঠনের কর্মীদের। তাঁদের আরও অভিযোগ সম্পাদক নিসার আলি মল্লিকের ছেলের নামে ডানকুনি টোল প্লাজায় গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ৬৩ হাজার টাকা পান। অথচ সেই গাড়ি জেলার কোন এক বিধায়ক ব্যবহার করে বলে একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতেই চটেছেন শ্রমিকরা।
অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সম্পাদক নিতাই দে বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। সংগঠনের তহবিলের টাকা নয়ছয় করে মুনাফা লুটছেন।
দুই নেতার অপসারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠে ডানকুনি টোল প্লাজা এলাকা।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোলে প্লাজায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
যদিও দুই নেতা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।অন্যদিকে ডানকুনি টোল প্লাজায় ভাড়া দেওয়া গাড়ি কীভাবে জেলার এক বিধায়ক নিজের কাজে ব্যবহার করেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।