Hooghly Dengue: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ‘নিরুত্তাপ’ পৌরসভা, কামান দাগলেন নির্দল কাউন্সিলর

Hooghly Dengue: যে দুটি মশা মারা কামান পৌরসভায় রয়েছে সেগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। তাতেই সমস্যা আরও বেড়েছে। তাই নিজেই কামান হাতে মশা মারতে রাস্তায় নামলেন তিনি।

Hooghly Dengue: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, 'নিরুত্তাপ' পৌরসভা, কামান দাগলেন নির্দল কাউন্সিলর
রাস্তায় নেমে মশা দমন করছেন নির্দল কাউন্সিলর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 4:41 PM

হুগলি: জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাদ পড়েনি বৈদ্যবাটি পৌরসভাও। বৈদ্যবাটিতে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের এখনও পর্যন্ত ৭ জন ডেঙ্গি আক্রান্ত । আর তাতেই তৎপর ওই ওয়ার্ডের নির্দল কাউন্সিলর হরিপদ পাল। তাঁর দাবি পৌরসভার তরফে কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না তাঁকে। বারবার বলা সত্ত্বেও মশা মারার কামানের ব্যবস্থা করা হচ্ছে না। যে দুটি মশা মারা কামান পৌরসভায় রয়েছে সেগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। তাতেই সমস্যা আরও বেড়েছে। তাই নিজেই কামান হাতে মশা মারতে রাস্তায় নামলেন তিনি।

পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করলেও ঠিক মতো তা হচ্ছে না বলে অভিযোগ করেছেন নির্দল কাউন্সিলর। তাই মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে মশা মারার কামান ভাড়া করে নিয়ে স্প্রে করছেন কাউন্সিলর। বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালাচ্ছেন তিনি।

স্থানীয় মানুষের দাবি, এলাকায় বেশ কিছু পুকুর রয়েছে। আবর্জনা স্তূপ হয়ে পড়ে রয়েছে সেগুলি। নোংরা জল জমেছে। এই এলাকায় কাউন্সিলর ব্যবস্থা করলেও পৌরসভাও সঠিকভাবে এগিয়ে আসছে না। তবে এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, ” কী কারণে এরকম কথা বলছেন আমি জানিনা। তবে হরিপদকে সর্বতভাবে সাহায্য করা হয়। আমাদের মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে আবার একটি নতুন মেশিন কেনা হয়েছে। ওঁর ওয়ার্ডে আজকে স্প্রে করে দেওয়া হবে। আমাদের কোনও মতবিরোধ নেই।”

বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, “জনপ্রতিনিধি যখন হয়েছেন,তাঁর দায়িত্ব জনগণের কাজ করা। পৌরসভা মানুষের প্রতি অবিচার করে না,আপ্রাণ চেষ্টা করছে। সব দফতর কাজ করছে। কাউন্সিলর নিজের প্রচারের জন্য করছেন।”

বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন পশ্চিম বাংলার রাজনীতি দলাদলির মধ্যে পরে এমন জায়গায় এসে পড়েছে সেখানে বিরোধীদের সম্মান দেওয়া হয় না।নির্দল তো তাদের থেকেই এসেছে।সে নিজের এলাকায় কাজ করছে,সেখানে পৌরসভার সাহায্য করা দরকার,সেটা দেয়না,এটা অন্যায়।