Hooghly: এত কাজের পরেও মেলে না টাকা, পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2024 | 5:34 PM

Hooghly: পুরসভার বিভিন্ন দফতরে প্রায় দুই হাজারের উপর অস্থায়ী কর্মী রয়েছে। পুরসভার এক অস্থায়ী কর্মী জানান, সামনেই দুর্গাপুজো। বাচ্চাদের নতুন জামা কাপড় কিনে দিতে হবে। পুজোর পর বোনাস নিয়ে কী করবেন তাঁরা।

Hooghly: এত কাজের পরেও মেলে না টাকা, পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ
পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে বসে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। সেপ্টেম্বর মাসের ২০ তারিখ হয়ে গেলেও তাঁদের অভিযোগ বেতন এখনও দেওয়া হয়নি পুরসভার পক্ষ থেকে।

পুরসভার বিভিন্ন দফতরে প্রায় দুই হাজারের উপর অস্থায়ী কর্মী রয়েছে। পুরসভার এক অস্থায়ী কর্মী জানান, সামনেই দুর্গাপুজো। বাচ্চাদের নতুন জামা কাপড় কিনে দিতে হবে। পুজোর পর বোনাস নিয়ে কী করবেন তাঁরা। তাঁরা বলেন, “বহুবার বলেও সঠিক সময়ে কোনদিনও মাসিক বেতন দেয়নি পুরসভা।” তাঁদের বক্তব্য,  যাঁরা গত বছর দুর্গা পুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় গঙ্গায় নেমে কাঠামো তোলার কাজ করেছিলেন। এক বছর হয়ে গেলেও তাঁদের পাওনা তাঁরা পায়নি। তাই এবার তাঁদের দাবি সমস্ত দফতরের বেতন সঠিক সময় দিতে হবে। আর পুজোর বোনাস পুজোর আগে দিতে হবে। বিক্ষোভকারীরা বেশ কিছুক্ষণ পুরপ্রধানের ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখে। যদিও এ বিষয়ে পুরপ্রধানের কোন মন্তব্য করতে চাননি।

এই খবরটিও পড়ুন

Next Article