Hooghly: ৬১৩-এ রয়েছেন দাগি কপিল কুমার মিস্ত্রির নাম, প্রতিবেশী বললেন, ‘তৃণমূল নেতা চাকরি দিয়েছেন’
পোলবার সেঁইয়া গ্রামের বাসিন্দা কপিল মিস্ত্রি। এসএসসি-র (SSC) প্রকাশ করা অযোগ্য শিক্ষকদের তালিকায় ৬১৩ নম্বর সিরিয়ালে তাঁর নাম রয়েছে। কপিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কপিল বাড়ি নেই, অনেকদিন হল বেড়াতে গিয়েছেন।

হুগলি: শনিবার SSC-লিস্ট প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক দাগি শিক্ষকদের নাম সামনে এসেছে। আর এবার অযোগ্যদের তালিকায় নাম পাওয়া গেল পোলবার কপিল কুমার মিস্ত্রির, স্থানীয় তৃণমূল নেতার মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল অভিযোগ প্রতিবেশীর। যদিও, তৃণমূল নেতার দাবি, টাকা নিয়ে চাকরি করে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তাহলে নিজের ছেলেদের করে দিতেন।
পোলবার সেঁইয়া গ্রামের বাসিন্দা কপিল মিস্ত্রি। এসএসসি-র (SSC) প্রকাশ করা অযোগ্য শিক্ষকদের তালিকায় ৬১৩ নম্বর সিরিয়ালে তাঁর নাম রয়েছে। কপিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কপিল বাড়ি নেই, অনেকদিন হল বেড়াতে গিয়েছেন। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও কপিলের প্রতিবেশী প্রদীপ দেশী বলেন, “কপিল স্কুলে চাকরি পেয়েছিল। ও যে চাকরি করছিল সেটা টাকা দিয়ে পেয়েছিল। তৃণমূলের পোলবা দাদপুর ব্লক সম্পাদক ও পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অজিত ঘোষকে টাকা দিয়ে। অজিত ঘোষের মাধ্যমে উপরতলায় টাকা যায়। এর মতো অনেককেই টাকা দিয়ে চাকরি পেয়েছে।”
যদিও, অজিত ঘোষ বলেন, “আমার সঙ্গে কপিলের কোনও সম্পর্ক নেই। ওদের পারিবারিক কামারের ব্যবসার সূত্রে সম্পর্ক। আমরা কৃষক, তাই বিভিন্ন চাষের কাজের জিনিস লাগে তা তৈরি করতে দিই। ওই প্রতিবেশি আমার প্রতি কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে বলতে পারে। দীর্ঘদিন ধরে রাজনীতি করি। পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম। আমার টাকা নেওয়ার দরকার নেই, দেওয়ারও নেই। আমার ছেলেরা বেকার বসে আসে। আমার ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম।”
