AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh: গরু-ছাগলের পাশেই পড়াশোনা, খোলা শৌচালয়, নেই কোনও ভবন

Arambagh: দিদিমণি শিশুদের পড়াচ্ছেন। একমাত্র তিনিই সরকারিভাবে অঙ্গনওয়াড়ি শিক্ষিকা। আর কোনও পরিচারিকা নেই। দিদিমণি তাঁর যৎসামান্য বেতনের টাকা থেকে রাঁধুনী রেখেছেন রান্নার জন্য।

Arambagh: গরু-ছাগলের পাশেই পড়াশোনা, খোলা শৌচালয়, নেই কোনও ভবন
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 3:58 PM
Share

আরামবাগ: একদিকে আইসিডিএস সেন্টারে পড়াশোনা পড়ানো হচ্ছে গ-এ গরু, ছ-এ ছাগল। পাশেই শুয়ে আছে ছাগল, একটু দূরে গরু। আর অন্যদিকে, আইসিডিএস সেন্টারে পড়াশোনা চলছে খোলা আকাশের নীচে। যেখানে পড়াশোনা চলছে, তার পাশেই খোলা শৌচালয়, চট দিয়ে ঘেরা। এটাই হুগলির আরামবাগের আইসিডিএস সেন্টারের ছবি।

যেখানে গর্ভবতী মা ও শিশুদের রান্না হচ্ছে, সেটিও খোলা আকাশের নীচে শৌচালয়ের পাশেই। প্রশ্ন উঠেছে, এটাই কি স্বাস্থ্যসম্মত শিক্ষা? গোঘাটের ডাঙড়ি আদিবাসী পাড়ায় রয়েছে ওই আইসিডিএস সেন্টারটি। মায়েরা কোলের শিশুদের নিয়ে কেউ কেউ আইসিডিএস সেন্টারে বসে আছেন। পাশের খোলা শৌচালয় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

দিদিমণি শিশুদের পড়াচ্ছেন। একমাত্র তিনিই সরকারিভাবে অঙ্গনওয়াড়ি শিক্ষিকা। আর কোনও পরিচারিকা নেই। দিদিমণি তাঁর যৎসামান্য বেতনের টাকা থেকে রাঁধুনী রেখেছেন রান্নার জন্য। নেই আইসিডিএস-এর কোনও ভবন। বর্ষায় কোনওরকমে লোকের দুয়ারে মাথা গুঁজতে হয় শিশুদের নিয়ে। আর আইসিডিএস সেন্টারে দেখা গেল কেবলমাত্র ডেলা বাঁধা ভাত আর সিদ্ধ ডিম দেওয়া হচ্ছে।

সেন্টারে কর্মরত আসাদা বিবি বলেন, “জল উঠে গেলে অন্য জায়গায় রান্না করতে যেতে হয়। টাকাও তেমন পাই না। আমাদের কোনও রাঁধুনি নেই। দিদিমনি নিজের বেতন থেকে মাসে ৩৫০ টাকা দেয়। ছেলেমেয়েরা যাতে একটু শিক্ষা পায়, এটা ভেবেই আলি।”