Mamata Banerjee: ‘দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি…’, দলের উদ্দেশে বার্তা মমতার

Mamata Banerjee: বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, 'আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না।'

Mamata Banerjee: 'দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি...', দলের উদ্দেশে বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2024 | 6:42 PM

আরামবাগ: লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকেই এবার দলের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা। কিছুদিন আগেই মিতালী বাগের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার কথা টেনে মমতা বিজেপিকে বিঁধে মমতা বলেন, ‘বিজেপির হার্মাদদের এটাই কাজ। আমি তাই বলছি, শান্তি চান? নাকি রক্তারক্তি চান?’ এরপর বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে মমতা এটাও বলে দিলেন, ‘আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না।’

উল্লেখ্য, আরামবাগ লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল। এককালে অনিল বসু ভোটে লড়তেন এখান থেকে। পরবর্তী সময়ে ২০১৪ সালের লোকসভা ভোটে আরামবাগের দখল নেয় তৃণমূল। তখন থেকে টানা দু’বারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে তৃণমূল ভরসা রেখেছে মিতালী বাগের উপর। আজ আরামবাগের সভা থেকে দলের নেতা-নেত্রীদের উদ্দেশে মমতা বললেন, ‘অনেক কষ্ট করে আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, কে বড় নেতা, কে ছোট নেতা- এসব কেয়ার করবেন না। মানুষকে কেয়ার করুন। আর কিছু লাগবে না।’

আগামী ২০ মে ভোটগ্রহণ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। তার আগে আজ দলীয় প্রার্থী মিতালী বাগের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে দলের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো।