Serampore: মা কাজে বেরিয়ে গেলেই ডেকে নিয়ে যেত মেয়েকে! ধর্ষণের অভিযোগে সেই যুবকই এবার শ্রীঘরে
Physical Harassment: মেয়ের মুখে সবটা শোনার পুলিশে যাওয়ারই সিদ্ধান্ত নেন মা। মেয়েকে নিয়ে সোজা চলে যান শ্রীরামপুর থানায়। দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। পকসো আইনে রুজু হয়েছে মামলা।

শ্রীরামপুর: প্রথমে খাবারের প্রলোভন! শেষে ভয় দেখিয়ে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শ্রীরামপুরে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত তিন চার দিন ধরেই প্রতিবেশী ওই যুবক চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই ভয় দেখিয়ে চলে অকথ্য নির্যাতন। ঘটনার কথা যাতে কাউকে না বলা হয় সে বিষয়েও বারবার হুঁশিয়ারি দিতে থাকে। কিন্তু একাধিকবার ধর্ষণের জেরে কিশোরীর শারীরিক অবস্থা ক্রমেই খারা হয়ে পড়ে। শুরুতে সে কাউকে কিছু না বললেও শেষ পর্যন্ত মঙ্গলবার মায়ের কাছে সবটা খুলে বলে।
এদিকে নাবালিকার মা লোকের বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। দিনের বেলায় নাবালিকা বাড়িতে একাই থাকতো। সেই সুযোগেই প্রতিবেশী যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিদিনই সকালের দিকেই সে তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যেত বলে অভিযোগ।
মেয়ের মুখে সবটা শোনার পুলিশে যাওয়ারই সিদ্ধান্ত নেন মা। মেয়েকে নিয়ে সোজা চলে যান শ্রীরামপুর থানায়। দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। পকসো আইনে রুজু হয়েছে মামলা। এদিকে ঘটনার কথা এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য প্রতিবেশীরাও। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁরাও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে অভিযুক্তকে। গ্রেফতারের পরই পুলিশ মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলে। বিচারক আপাতত অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
