Violence against women: ‘ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে, টাকাই শেষ কথা নয়’, ধর্ষণ রুখতে দাওয়াই মন্ত্রীর
Violence against women: প্রসঙ্গত, আরজি কর থেকে কুলতলি, বিগত কয়েক মাসে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। সুর চড়িয়েছে বিরোধীরা। একটানা আন্দোলেন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা।
আরামবাগ: ‘নারী নির্যাতন একটি সামাজিক রোগ। কাম-ক্রোধ-লোভ নিয়ন্ত্রণ করতে হবে মানুষকে।’ রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার নারী নিগ্রহের ঘটনায় এমন মন্তব্য রাজ্যের ক্রেতা-সুরক্ষা মন্ত্রীর। প্রসঙ্গত, এদিন আরামবাগে আইএনটিটিইউসির রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন মন্ত্রী। সেখানেই একের পর এক ধর্ষণের ঘটনায় টাকার টোপ দেওয়া প্রসঙ্গে বললেন, ‘মানুষকে বোঝাতে হবে টাকাই সব কথা নয়।’
শ্রীকান্তর ব্যাখ্যা, এটা একটি সামাজিক রোগ। সামাজিক রোগের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য মানুষের শরীরের মধ্যেই যে কাম, ক্রোধ, লোভ আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে এটা বন্ধ হবে না।
প্রসঙ্গত, আরজি কর থেকে কুলতলি, বিগত কয়েক মাসে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। সুর চড়িয়েছে বিরোধীরা। একটানা আন্দোলেন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। ময়দানে নেমেছে সিবিআই। কিন্তু, তারপরেও প্রায় প্রত্যহ রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে লাগাতার শ্লীলতাহানি, ধর্ষণের খবর এসেছে। কালীপুজোর দিনও কুলতলি পরপর দু’টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এক মূক-বধির মহিলা ও এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একদিন আগে আরামবাগেও উঠেছে ধর্ষণের অভিযোগ। এই আবহে মন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা।