Purba Medinipur: জঙ্গলের ভিতর সাদা শাড়িটা দেখা যাচ্ছিল, নিশ্চিত হতে যেই না কাছে গিয়েছেন, থমকে গেলেন সকলে
West Bengal: পূর্ব মেদিনীপুরের ঘটনা। শনিবার সকালে মহিষাদল থানার জগন্নাথপুর এলাকার আশ্রম মোড়ের কাছে একটি জঙ্গলের গাছে সাথে গলায় দড়ি অবস্থায় দেহ উদ্ধার হয়।
পূর্ব মেদিনীপুর: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অনেকে। নিত্যদিনের মতোই বেরিয়েছিলেন তাঁরা। তবে জঙ্গলের কাছে যেতেই একটা উটকো গন্ধ নাকে আসছিল। তখনই এগিয়ে যায় তাঁরা। এরপরই চোখে পড়ল সবটা।
পূর্ব মেদিনীপুরের ঘটনা। শনিবার সকালে মহিষাদল থানার জগন্নাথপুর এলাকার আশ্রম মোড়ের কাছে একটি জঙ্গলের গাছে সাথে গলায় দড়ি অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়রা গিয়ে দেখতে পায় একটি দেহ ঝুলছে। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।বৃদ্ধার ছেলে স্বপন ও গৌতম দাস বলেন, ‘কয়েকদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মা। অনেক খোঁজাখুঁজি করি আমরা। না পেয়ে শুক্রবার মহিষাদল থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তবে ওনার মাথার একটু সমস্যা ছিল। কিন্তু কেন এমন ঘটনাটি ঘটনালেন তা বুঝতে উঠতে পারছি না।’
বস্তুত, দক্ষিণ ২৪ পরগনায় দীর্ঘদিন ধরে চলছিল মাদক ব্যবসা। রমরমিয়ে চলছিল। তার জেরে এলাকায় বাড়ছিল অপকর্ম। সেই ঘটনার প্রতিবাদ করতেই মহিলাকে মারধরের অভিযোগ। শুধু মারধর নয়, ধারাল অস্ত্র দিয়ে মারের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।শনিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের তালদি পোল এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রতিবাদী গৃহবধূ ও তাঁর ননদ। বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, বিগত কয়েক বছর ধরেই এলাকায় মাদক ব্যবসা রমরমিয়ে চালাচ্ছিল মোজাম মোল্লা। এমন ঘটনা নজরে পড়ে গৃহবধূ রেজিনা সর্দারের। তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া মারধর করার।