দু’দিন আগেই কেমো নিয়েছিল মা, সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে ক্ষতবিক্ষত করল রোগীর ছেলে!

Doctor: এ দিন ডঃ বালাজি জগন্নাথের উপরে হামলা করে অভিযুক্ত। সেই সময় অঙ্কোলজি ওয়ার্ডেই কাজ করছিলেন ওই চিকিৎসক। আচমকাই ছুরি দিয়ে ঘাড়ে, কানে, পিঠে কোপ মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে, অভিযুক্ত ওই চিকিৎসকের পেটেও কোপ মারে।

দু'দিন আগেই কেমো নিয়েছিল মা, সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে ক্ষতবিক্ষত করল রোগীর ছেলে!
আহত চিকিৎসক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 13, 2024 | 2:47 PM

চেন্নাই: মর্মান্তিক, বীভৎস! সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপাল রোগীর ছেলে। চিকিৎসককে সাতবার কোপ মারে অভিযুক্ত। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই চিকিৎসক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মায়ের চিকিৎসা নিয়ে ক্ষোভ থাকার কারণেই চিকিৎসকের উপরে হামলা করে অভিযুক্ত।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়েক কালাইঙ্গার সেন্টেনারি হাসপাতালে। ওই সরকারি হাসপাতালের অঙ্কোলজি (ক্যানসার) বিভাগের চিকিৎসক ডঃ বালাজি জগন্নাথ। অভিযুক্তের নাম ভিগনেশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভিগনেশের মা ক্যানসার রোগী। বর্তমানে ওই হাসপাতালেই কেপোথেরাপি নিতে আসতেন তিনি।

অভিযুক্তের ক্ষোভ ছিল তাঁর মায়ের চিকিৎসা নিয়ে। সেই কারণেই এ দিন ডঃ বালাজি জগন্নাথের উপরে হামলা করে অভিযুক্ত। সেই সময় অঙ্কোলজি ওয়ার্ডেই কাজ করছিলেন ওই চিকিৎসক। আচমকাই ছুরি দিয়ে ঘাড়ে, কানে, পিঠে কোপ মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে, অভিযুক্ত ওই চিকিৎসকের পেটেও কোপ মারে।

হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। অন্যদিকে, ওই চিকিৎসককে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম হলেও, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

চিকিৎসকের উপরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ন সরকারের, এমনটাই বলেন তিনি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা  না ঘটে, তা নিশ্চিত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।