সিঙ্গুর: লোকসভা ভোটে এবারের অন্যতম চর্চিত আসন হুগলি। এখান থেকে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের বিভিন্ন মুহূর্তকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মিম ছড়িয়ছে সোশ্যাল মিডিয়ায়। এবার কি সেই মিম ছড়িয়ে পড়ার চিন্তা দলীয় নেতা-কর্মীদের মনেও? পয়লা বৈশাখের বিকেলে প্রচারের পাশাপাশি জনসংযোগ বাড়াতে একটি চায়ের দোকানে বসেন রচনা। সেখানে নিজে চা খান, বাকি সাধারণ মানুষদের হাতেও তুলে দেন চায়ের কাপ। আর সেই সময়েই পাশ থেকে অসীমা পাত্রকে বলতে শোনা গেল, ‘এটা নিয়েও মিম হবে আবার।’
পয়লা বৈশাখের রবিবাসরীয় প্রচার পর্বে এদিন ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের কানানদী এলাকায় প্রচার সারেন রচনা বন্দ্যোপাধ্য়ায়। সারা দিন প্রচারে ব্যস্ত থাকার পর বিকেলে কানানদী এলাকায় একটি চায়ের দোকানে বসেন রচনা। চা-চক্রের সঙ্গে জনসংযোগে জোর দেন। এলাকার মহিলাদের সঙ্গে বসে চা খান, তাঁদের কথা শোনেন। রাজনীতিতে নবাগত রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেই ছিলেন অসীমা পাত্র। রাজনীতির আঙিনায় রচনার অন্যতম শিক্ষাগুরু বলা চলে তাঁকে। রচনার এই চা-চক্রের আয়োজনের সময়েই পাশে বসে থাকে অসীমা পাত্রের গলায় মিম ছড়িয়ে পড়ার শঙ্কা।
উল্লেখ্য, হুগলির প্রার্থী হওয়ার পর টিভি নাইন বাংলার ‘না বললেই নয়’ অনুষ্ঠানে অতীতে রচনা নিজেই বলেছিলেন, তিনি মিম দেখেন। হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী বলেছিলেন, ‘মাঝেমধ্য়ে তো জীবনে রসদও দরকার। একটু তো হাসতেও হবে। এই মিমগুলির জন্য যদি একটু হাসি হয়, তাতে খারাপ কী! আনন্দই তো দিচ্ছে।’