TMC: চায়ের দোকানে আড্ডা মারেন বিরোধী গোষ্ঠীর নেতা! প্রধানের অনুগামীরা চাওয়ালাকেই দিলেন ‘শিক্ষা’
TMC: খানাকুল ১ পঞ্চায়েত এলাকার কোলেপুকুর বাসস্টপ এলাকায় দীর্ঘদিন ধরেই চা এর দোকান চালান খাইরুল। সেই দোকানে গত কয়েকদিন ধরে চা খেতে ও আড্ডা দেন খানাকুল ১ পঞ্চায়েত প্রধান বাদশা শা-এর বিরোধী গোষ্ঠী খানাকুল ১ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ রাজেশ ও তাঁর অনুগামীরা।
আরামবাগ: উপনির্বাচনে আবারও উড়েছে সবুজ আবির। কিন্তু তার মধ্যেই জারি তৃণমূলের অন্তর্কলহ। চা দোকানে আড্ডা দেয় বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতারা। যা একদমই না-পসন্দ তৃণমূল পঞ্চায়েত প্রধানের। তাই প্রৌঢ় চা বিক্রেতাকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। এমনকি এই মারধরের ঘটনা কাউকে জানালে দোকান থেকে উৎখাত করে দোকান জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের কোলেপুকুর এলাকায়। আতঙ্কে গত দুদিন থানাতেও যেতে পারেননি বলে দাবি করেছেন চা বিক্রেতা।
কোলেপুকুরের চা বিক্রেতা খাইরুল আসলাম। খানাকুল ১ পঞ্চায়েত এলাকার কোলেপুকুর বাসস্টপ এলাকায় দীর্ঘদিন ধরেই চা এর দোকান চালান খাইরুল। সেই দোকানে গত কয়েকদিন ধরে চা খেতে ও আড্ডা দেন খানাকুল ১ পঞ্চায়েত প্রধান বাদশা শা-এর বিরোধী গোষ্ঠী খানাকুল ১ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ রাজেশ ও তাঁর অনুগামীরা। বিষয়টি কানে যায় প্রধানের। কিন্তু সব ক্ষোভ গিয়ে পড়ে ওই চায়ের দোকানদারের ওপর।
বৃহস্পতিবার সন্ধ্যাতেও দোকান চালাচ্ছিলেন খাইরুল। অভিযোগ, আচমকাই পঞ্চায়েত প্রধানের নির্দেশে কয়েক জন গিয়ে তাঁকে স্থানীয় দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে যান। তারপর আচমকাই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
যদিও পঞ্চায়েত প্রধান বাদশা শা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চা বিক্রেতা। যদিও প্রধান বাদশার বক্তব্য, “চা বিক্রেতা তো আর রাজনীতি করেন না। তাই তাঁকে মারধর করার তো কোনও প্রশ্নই নেই। এই ধরনের ঘটনা আমার দল নেতৃত্ব কোনওভাবেই সমর্থন করে না।”