Dipsita Dhar: ‘দীপ্সিতা প্রথম থেকে নোংরা-নোংরা কথাবার্তা বলছে…’, চটে লাল কল্যাণ

Ashique Insan | Edited By: Soumya Saha

Apr 30, 2024 | 11:07 PM

CPIM-TMC: জ্যোতিষচর্চা প্রসঙ্গে দীপ্সিতার কটাক্ষ নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। বাম যুব নেত্রীর উপর বেজায় চটেছেন তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিক। বাম প্রার্থীকে পাল্টা আক্রমণ শানিয়ে কল্যাণ বললেন, 'দীপ্সিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথা বার্তা বলছে। ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে।

Dipsita Dhar: দীপ্সিতা প্রথম থেকে নোংরা-নোংরা কথাবার্তা বলছে..., চটে লাল কল্যাণ
দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

শ্রীরামপুর: তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে গ্রামাঞ্চলে প্রচারে যাওয়ায় আপত্তি জানিয়েছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই নিয়ে খোঁচা দিলেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। বলেন, ‘শুধু ভোটে মার্জিন বাড়ানোর চাপেই যদি নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে। এরপর জেতার চাপ হলে, জানি না… হয়ত তিনি নিজেই নেমে যাবেন।’ শুধু তাই নয়, দীপ্সিতা আরও দাবি, ১৫ বছর ধরে বিদায়ী সাংসদ কিছুই করেননি। বাম প্রার্থী বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁর একটা বিকল্প পেশা হতে পারে… তিনি হাত দেখতে পারেন, ভবিষ্যদ্বাণী করতে পারেন।’

এদিকে জ্যোতিষচর্চা প্রসঙ্গে দীপ্সিতার এই কটাক্ষ নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। বাম যুব নেত্রীর উপর বেজায় চটেছেন তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিক। বাম প্রার্থীকে পাল্টা আক্রমণ শানিয়ে কল্যাণ বললেন, ‘দীপ্সিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথা বার্তা বলছে। ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। হতে পারে, ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুবই খারাপ।’

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে পঞ্চম দফায় নির্বাচন রয়েছে শ্রীরামপুরে। আগামী ২০ মে ভোটগ্রহণ রয়েছে শ্রীরামপুরে। হাইভোল্টেজ এই লোকসভা কেন্দ্রের এবারও ভোটে লড়ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে টানা তিন বার শ্রীরামপুর থেকে জিতেছেন তিনি। হ্যাটট্রিক করে ফেলেছেন। এবারও ফের একবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন কল্যাণ। তবে ভোটের প্রচার পর্বে বিরোধীদের খোঁচা খেয়ে বিরক্ত হতেও দেখা গেল তৃণমূলের দুঁদে নেতাকে।

Next Article