আরামবাগ: তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। শোরগোল আরামবাগে। এদিন খানাকুলের মোস্তফাপুরে প্রচারে গিয়েছিলেন মিতালি। অভিযোগ, খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখান তলায় যখন তিনি এসেছিলেন সেখানেই তাঁর উপর চড়াও হয় বিজেপির লোকজন। ভাঙচুর করা হয় গাড়ি। সূত্রের খবর, মোস্তফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি রেখে এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। তৃণমূলের অভিযোগ, সেই সময়ই হামলা চালায় বিজেপি। ঘটনায় ব্য়াপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ক্ষোভে ফুঁসছেন মিতালি নিজেও।
বিজেপির বিরুদ্ধে চড়া আক্রমণ শানিয়ে মিতালি বলেন, “একটা মহিলার উপর আক্রমণ করছে। এত ভয় কিসের ওদের? ধিক্কার জানাই। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি এ ঘটনার সঙ্গে পদ্ম শিবিরের কেউ যুক্ত নন।
আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলছেন, “এখন যা কিছু হবে সবেতেই বিজেপির দিতে অভিযোগ থাকবে। তৃণমূল সবেতে বিজেপির ছায়া দেখতে পায়। উনি যেখানে প্রচারে গিয়েছিলেন সেখানে সিপিএমের কিছু লোকজন আছে। ওখানে অনেক সাধারণ মানুষ তৃণমূলের কারণে বঞ্চিত হয়েছে। অনেকের চাকরি গিয়েছে, কাটমানি দিতে হয়েছে। সেই রাগ থেকে এই ঘটনাটা ঘটেছে। সিপিএমেরও ইন্ধন আছে। কিন্তু, এখন ওরা বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু এসব নাটকবাজি করে প্রচারের আলোয় আসা যাবে না।”