AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পা পিছলে সোজা রেল লাইনে মহিলা, হাই স্পিডে হর্ন বাজিয়ে তখন আসছে এক্সপ্রেস ট্রেন, পাণ্ডুয়া স্টেশনে শিউরে উঠলেন যাত্রীরা

Train Line: দ্রুতগতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। ঘটনা দেখে প্লাটফর্মে উপস্থিত যাত্রীরা শিউরে ওঠেন।

Hooghly: পা পিছলে সোজা রেল লাইনে মহিলা, হাই স্পিডে হর্ন বাজিয়ে তখন আসছে এক্সপ্রেস ট্রেন, পাণ্ডুয়া স্টেশনে শিউরে উঠলেন যাত্রীরা
পাণ্ডুয়া স্টেশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 7:12 PM
Share

পাণ্ডুয়া: বৃষ্টি ভেজা প্লাটফর্মে ঘটে যাচ্ছিল বড়সড় বিপদ। পা ফসকে সোজা রেললাইনে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। সেই সময় দ্রুতগতিতে এগিয়ে আসছিল একটি এক্সপ্রেস ট্রেন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় স্টেশনে। কোনও ক্রমে রক্ষা করা হয় মহিলাকে। সোমবার দুপুরের ঘটনা।

হাওড়া বর্ধমান মেন শাখায় পাণ্ডুয়া স্টেশনে ঘটনাটি ঘটে। হাওড়ার দিকে যাওয়ার শেষ প্রান্তে মহিলা যাত্রী হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টিতে প্লাটফর্ম ছিল ভেজা। দু’নম্বর প্লাটফর্মে শেষ প্রান্তে ঢালু জায়গা দিয়ে নামতে গিয়ে পড়ে যান তিনি। বৃষ্টি পড়ছিল তখন। হঠাৎ পিছলে রেললাইনের উপর পড়ে যান।

সেই সময় ওভারব্রিজের নীচে কর্তব্যরত ছিলেন জিআরপি কর্মী মোহাবুল শেখ। তিনি দেখতে পেয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে ঝাঁপ দেন। সেই সময় তিন নম্বর প্লাটফর্মে ঢুকছিল বর্ধমান-হাওড়া লোকাল ও এক নম্বর প্লাটফর্মে ছিল হাওড়া-বর্ধমান লোকাল। এরই মধ্যে ঘোষণা হয়, দু’নম্বর প্লাটফর্মে আজমগড় এক্সপ্রেস থ্রু ট্রেন পাস করবে।

দ্রুত গতিতে হর্ন বাজিয়ে এগিয়ে আসছিল এক্সপ্রেস ট্রেনটি। ঠিক সেই সময় দুটি লাইনের মাঝখানে পড়ে গিয়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা, পেশায় মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ ওই মহিলা। জিআরপি কর্মী ওই মহিলাকে টেনে তুলে এক ও দু নম্বর লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েন। কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পান ওই মহিলা। দ্রুতগতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। ঘটনা দেখে প্লাটফর্মে উপস্থিত যাত্রীরা শিউরে ওঠেন।

পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার এক ফল ব্যবসায়ী শঙ্কর মান্না বলেন, “এক মহিলা হোঁচট খেয়ে রেললাইনে পড়ে গিয়েছিলেন। রেল পুলিশ ছুটে এসে তাঁকে বাঁচায়। রেল পুলিশ তাঁকে না উদ্ধার করলে বড় দুর্ঘটনা ঘটে যেত।”