Explosion in Uluberia: ফের উলুবেড়িয়ায় বিস্ফোরণ, কেঁপে উঠল চার চারটি বাড়ি

Explosion in Uluberia: শুক্রবার উলুবেড়িয়ায় বাজির আগুনে ঝলসে মৃত্যু হয় তিন শিশুর। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এ ঘটনায় প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। সূত্রের খবর, শনিবার রাত দেড়টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে তাঁতিবেড়িয়া গ্রামে।

Explosion in Uluberia: ফের উলুবেড়িয়ায় বিস্ফোরণ, কেঁপে উঠল চার চারটি বাড়ি
ব্যাপক আতঙ্ক এলাকায়Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2024 | 12:33 PM

উলুবেড়িয়া: ২৪ ঘণ্টার মধ্যে ফের উলুবেড়িয়ায় বিস্ফোরণ। অভিঘাতে কাঁপল ৪টি বাড়ি। ভাঙল দরজা, জানলার কাচ। বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তাঁতিবেড়িয়া গ্রামে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে মূল বিস্ফোরণটি ঘটে সেখানে প্রচুর পরিমাণে বারুদ মজুত করা ছিল। সেখান থেকেই এ ঘটনা। 

প্রসঙ্গত, শুক্রবার উলুবেড়িয়ায় বাজির আগুনে ঝলসে মৃত্যু হয় তিন শিশুর। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এ ঘটনায় প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। সূত্রের খবর, শনিবার রাত দেড়টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে তাঁতিবেড়িয়া গ্রামে। যে বাড়িতে এ ঘটনা সেটি একেবারে ঘিঞ্জি এলাকায়। তাই বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে আশপাশের বেশ কিছু বাড়ি। ঘটনায় ইতিমধ্যেই ওই একজনকে আটক করা হলেও এখনও সেই বাড়ি সিল করা হয়নি। 

অন্যদিকে রাত থেকেই আতঙ্কে এলাকার লোকজন। সকালেও এলাকায় দেখা যাচ্ছে ভিড়। ভেঙেছে কারও বাড়ির কাচ, কারও বাড়ির জানলা। যে বাড়িতে এ ঘটনা ঘটেছে তার পাশের বাড়ির এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু, নিরাপত্তার বিষয়ে পুলিশ কেনও এখন নির্বিকার প্রশ্ন তুলছেন এলাকার লোকজন।