৩০ ডিসেম্বর থেকে রাজ্যে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই হাওড়ায় এসে পৌঁছেছে দুরন্ত গতির এই ট্রেন।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলবে এই দ্রুত গতির এক্সপ্রেস। আজই নিউ জলপাইগুড়ি পৌঁছাল বন্দে ভারত। আজ ট্রায়াল রান হল।
ট্রেনটি যাত্রা শুরু করার আগে তার সব কিছু যান্ত্রিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। রবিবারই ট্রেনটি পরিদর্শনে যান হাওড়ার ডিআরএম মণীশ জৈন-সহ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
ট্রেনটির খুঁটিনাটি বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তাঁরা। নীল-সাদা এই ট্রেন সপ্তাহে ৬দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া-আসা করবে।
সাধারণত, অন্যান্য ট্রেনে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে কমপক্ষে ১২ ঘণ্টা। বন্দে ভারতে চড়ে ৮ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি।