AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhulagarh Post Poll Violence: ‘কুড়ুল দিয়ে কেটেছে ফ্রিজ’, বিজয় মিছিল থেকেই CPM-এর এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ

Dhulagarh: সিপিএম কর্মীর অভিযোগ, বুধবার রাত্রিবেলা তৃণমূলের বিজয় মিছিল তাঁদের বাড়ির সামনে থেকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে দেড় থেকে দু'শো তৃণমূল কর্মী সমর্থক তাঁদের বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানো হয়। সঙ্গে লুটপাট করার পাশাপাশি বাড়ির মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করা হয়।

Dhulagarh Post Poll Violence: 'কুড়ুল দিয়ে কেটেছে ফ্রিজ', বিজয় মিছিল থেকেই CPM-এর এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ
মিছিল থেকে হামলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 2:03 PM
Share

ধুলোগড়: হাওড়ায় বিরোধীদের থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তৃণমূল জিততেই একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসছে। বুধবার ধুলোগড়ে তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম-এর বুথ এজেন্টের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। লুটপাটের পাশাপাশি মহিলাদের অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ের কাছে করোলার।

সিপিএম কর্মীর অভিযোগ, বুধবার রাত্রিবেলা তৃণমূলের বিজয় মিছিল তাঁদের বাড়ির সামনে থেকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে দেড় থেকে দু’শো তৃণমূল কর্মী সমর্থক তাঁদের বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানো হয়।  লুটপাট করার পাশাপাশি বাড়ির মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করা হয়। যদিও, ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ থাকলেও কোনও রকম প্রতিরোধ দেখতে পাননি সিপিএম কর্মীরা বলে অভিযোগ। মাফুজা শেখ নামে ওই আক্রান্ত মহিলা বলেন, “বড় মিছিল আসছিল। সাঁকরাইল থানার পুলিশও ছিল। তাদের সামনেই দু’মিনিটের মধ্যে গেট ভেঙে ঢুকে সব লন্ডভন্ড করে দিল। লুটপাট করেছে। কুড়ুল দিয়ে ফ্রিজ কেটেছে। দরজা জানালা ভেঙেছে। মেয়েদের গালিগালাজ করা হচ্ছে। আমরা যেহেতু সিপিএমকে ভোট দিয়েছি সেই কারণে এই সব করেছে।”

এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত পরিবারের লোকজন। যদিও শাসক দলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। কোরোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মল্লিক বলেন, “হয়ত মিছিল থেকে কেউ ইট পাটকেল ছুড়েছে। তা বলে ঘরে ঢুকে লন্ডভান্ড করেছে এই সব কিছু মিথ্যা কথা।”