Jagaddhatri Puja: জগদ্ধাত্রীর আবাহনের প্রস্তুতি শুরু ফরাসডাঙায়

Jagadhhatri Puja: নিয়ম মেনেই দুর্গা-দশমীর দিন চন্দননগরে অধিকাংশ জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। ঠিক এক মাসের অপেক্ষা। এই কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত। এ পুজোর সমারোহ নিয়ে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

Jagaddhatri Puja: জগদ্ধাত্রীর আবাহনের প্রস্তুতি শুরু ফরাসডাঙায়
জগদ্ধাত্রীর আবাহনের প্রস্তুতি শুরু। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 7:07 PM

হুগলি: দশমী মানেই দিস্তা দিস্তা মন খারাপ জমাট বাধে হৃদ-আকাশে। চারদিনের আলো-উৎসবের আনন্দ শেষে চারপাশ কেমন যেন ঝিম ধরায়। দিকে দিকে ঢাকের বোলে বিষাদের সুর। সারা বাংলাজুড়ে যখন এমন ছবি, তখন অবশ্য আরেক উৎসবের প্রস্তুতি শুরু চন্দননগরে। সারা বাংলার মানুষের মনে যখন বিষাদের সুর, তখন আনন্দে মেতে ওঠার প্রস্তুতি শুরু চন্দননগরবাসীর। আজ থেকেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন।

নিয়ম মেনেই দুর্গা-দশমীর দিন চন্দননগরে অধিকাংশ জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। ঠিক এক মাসের অপেক্ষা। এই কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত। এ পুজোর সমারোহ নিয়ে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

আজই ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩১ তম বর্ষের পুজোর কাঠামো পুজো হয়ে গেল নিষ্ঠা সহকারে। ২০০ বছরের বেশি পুরনো এই পুজো। এবার চলবে প্রতিমা তৈরির কাজ। উত্তরাঞ্চল বিবিরহাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এবার ৫৭ বছরে পা দেবে। এখানে দুর্গাপুজোর দেবীবরণ সেরেই শুরু জগদ্ধাত্রীর কাঠামো পুজো।

জগদ্ধাত্রী পুজোর সময় বাংলার বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশ এমনকী বিদেশ থেকেও বহু মানুষ আসেন এই ফরাসডাঙায়। প্রতিমার সৌন্দর্য, সঙ্গে নানা রকমের আলোর খেলা, এ এক অন্য মহোৎসব। একেবারে দুর্গাপুজোর মতোই চারদিন ধরে চলে জগৎমাতা জগদ্ধাত্রীর আরাধনা।