Ration Scam: ক্যাটারিং থেকে অট্টালিকার মালিক! বালুর আর এক ‘PA’-র চমকে দেওয়া উত্থান

ED Raid in Howrah: পেল্লায় এই বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর ভিতরে রয়েছেন ইডির অফিসাররা। প্রায় ৮ ঘণ্টা অতিক্রান্ত, টানা তল্লাশি চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

Ration Scam: ক্যাটারিং থেকে অট্টালিকার মালিক! বালুর আর এক 'PA'-র চমকে দেওয়া উত্থান
হাওড়ার এই বাড়িতে হানা দিয়েছে ইডিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 3:30 PM

হাওড়া: পুজো মিটতেই আরও তেড়েফুঁড়ে আসরে ইডি (ED Raid)। রেশন দুর্নীতির তদন্ত হানা দিয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান মন্ত্রিসভার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyoti Priyo Mallick) বাড়িতে। একইসঙ্গে অভিযান চলছে রাজ্যের মোট ১৪টি জায়গায়। সেই তালিকায় রয়েছে হাওড়ার অভিজিৎ দাসের বাড়িও। পেল্লায় সেই বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর ভিতরে রয়েছেন ইডির অফিসাররা। প্রায় ৮ ঘণ্টা অতিক্রান্ত, টানা তল্লাশি চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

বর্তমানে এই অভিজিৎ দাসের পেশা ওষুধের ব্যবসা। তবে এই ব্যক্তির উত্থান বেশ চমকপ্রদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে জানা যাচ্ছে, এই অভিজিৎ দাস জীবনের শুরুর দিকে রেলের এক ক্যাটারিং সংস্থায় খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন হেভিওয়েটদের ঘনিষ্ঠ হয়ে উঠতে শুরু করেন। মাঝে একটা সময়ে এলাকাবাসীদের কাছে নিজেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক বলেও পরিচয় দিত। স্থানীয় সূত্রে খবর, পেল্লায় সেই প্রাসাদোপম বাড়ির নীচে মাঝে মধ্যেই খাদ্য দফতরের সরকারি নীল বাতি দেওয়া গাড়িও আসত। তবে হঠাৎ করে তাঁর বাড়িতে ইডির হানায় কিছুটা হতবাক এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিতি ছিল এই অভিজিৎ দাসের।

বৃহস্পতিবার সাত সকালে ইডির তদন্তকারী অফিসাররা পৌঁছে যান হাওড়ার এই ওষুধ ব্যবসায়ীর বাড়িতে। বাড়ির ভিতরে এখনও রয়েছেন তদন্তকারী অফিসাররা। প্রায় ৯ ঘণ্টা হতে চলল, টানা তল্লাশি চালিয়ে যাচ্ছেন তাঁরা। উল্লেখ্য, কিছুদিন আগেই রেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগে চালকল-আটাকলের মালিক তথা প্রভাবশালী ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। আর এরপরই আজ সকালে হঠাৎ করেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ মোট ১৪ জায়গায় ইডির হানা।