Howrah ED: বালুর PA-র বাড়িতে ED এসেছে রে! ঢি পড়তেই উল্টোদিকের বিড়ির দোকানে লম্বা লাইন
Howrah ED: অভিজিতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নজর রাখছেন, যাতে তল্লাশির সময়ে কেউ ঢুকতে বের হতে না পারেন। আর বাইরে থেকে নজর রাখছেন প্রতিবেশীরা। তাঁরা আবার নজর রাখছেন, বাড়িতে কে ঢুকল আর কে বের হলেন? ইডি আধিকারিকরা কী বেরোলেন? সঙ্গে কি অভিজিৎও রয়েছে? হাজারও কৌতুহল
হাওড়া: ইডি এসেছে রে! ওই তো ওই বড় বাড়িটায় ঢুকেছে! ঢি ঢি পড়ে গিয়েছে পাড়ায়। খবর চাউর হতেই সেই বাড়ির সামনে মানুষের ভিড়! মফ্ফস্বলের আর পাঁচটা জায়গায় বড় কোনও ঘটনা ঘটলে যেরকম আরকী অত্যুৎসাহী মানুষের জটলা তৈরি হয়, এক্ষেত্রেও সেরকম। হাওড়ার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এক সময়ের আপ্ত সহায়কের বাড়িতে ইডি হানা দিয়েছে। বস্তুত রেশন দুর্নীতিতে বৃহস্পতিবার মন্ত্রীর বাড়ি-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যে অভিজিতও একজন। এলাকায় সুসজ্জিত দোতলা ক্রিম রঙের বাড়ি। সামনে ফুলের গাছ। বাইরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। আর সেই বাড়ির উল্টোদিকেই পাড়ার মানুষের ভিড়। অভিজিতের বাড়িতে ইডি হানা দিতেই, বিক্রিবাট্টা বেড়ে গিয়েছে বাড়ির সামনে চিপস, সিগারেটের দোকানের! একে বলে, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ।
অভিজিৎ দাসের বাড়ির উল্টোদিকে একটি ফ্ল্যাটের নীচে ছোট্ট দোকানঘর কিনেছেন পাড়ার বাসিন্দা ইশিতা নন্দী। পুজোর কিছু দিন আগে থেকেই দোকান খুলেছেন। নতুন দোকান, তাই স্বাভাবিকভাবেই সেভাবে এখনও বিক্রিবাট্টা শুরু হয়নি। দোকানের সামনে দড়িতে ক্লিপ দিয়ে আটকানো চিপসের প্যাকেট, বাহারি সিগারেট, রয়েছে গুটখার প্যাকেটও। বৃহস্পতিবার সকালে অভিজিৎ দাসের বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন। এই অভিজিত দাসের ভালই নাম ডাক রয়েছে এলাকায়। অভিজাত পরিবার। তিনি নিজেকে একসময়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক বলে পরিচয় দিতেন। তাই তাঁর বাড়িতে ইডি এসেছে, শুনতেই ভিড় জমিয়েছেন পাড়ার বয়জ্যেষ্ঠ, কিংবা যুবকের দল।
অভিজিতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নজর রাখছেন, যাতে তল্লাশির সময়ে কেউ ঢুকতে বের হতে না পারেন। আর বাইরে থেকে নজর রাখছেন প্রতিবেশীরা। তাঁরা আবার নজর রাখছেন, বাড়িতে কে ঢুকল আর কে বের হলেন? ইডি আধিকারিকরা কী বেরোলেন? সঙ্গে কি অভিজিৎও রয়েছে? হাজারও কৌতুহল। কিন্তু কেবল দাঁড়িয়ে থাকলে তো সন্দেহ! তাই উল্টোদিকের দোকানেই ভিড়। কেউ চিপস কিনছেন, কেউ সিগারেট, কিংবা কেউ গুটখা। এ কয়েকদিনে যা বিক্রিবাট্টা হয়নি, বৃহস্পতিবারের সকাল থেকে ইশিতা নন্দীর লক্ষ্মীলাভ হয়েছে ভালই। অভিজিতের বাড়িতে ইডি হানা দিতেই এই দোকানের বিক্রিবাট্টা বেড়ে গেল এক ধাক্কায়! ব্যাপরটা কাকতালীয় হলেও চমকপ্রদ।
ইশিতা নিজেই বললেন, “ভালই লাগছে। নতুন দোকান আমার। আজ ভালই বিক্রি হচ্ছে। সব কিছুরই চাহিদা রয়েছে। নতুন দোকানে ভিড় হলে ভাল তো লাগবেই।”