Howrah Road Accident: ঠাকুর দেখার আনন্দ বদলে গেল বিষাদে, দুর্ঘটনায় প্রাণ গেল যুবতী ও ২ যুবকের
Howrah Road Accident: রবিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন হাওড়ার শিবপুরের মন্দিরতলার যুবতী তনুপর্ণা দাস(২২)। তিনি তাঁর বন্ধুর বাইকের পেছনে বসেছিলেন। তাঁদের মাথায় হেলমেট ছিল না।
হাওড়া: বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। আর বাড়ি ফেরা হল না। বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়ের মৌখালিতে। অন্যদিকে, হাওড়া সত্যেন বোস রোডে চুনাভাটি মোড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না।
রবিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন হাওড়ার শিবপুরের মন্দিরতলার যুবতী তনুপর্ণা দাস(২২)। তিনি তাঁর বন্ধুর বাইকের পেছনে বসেছিলেন। তাঁদের মাথায় হেলমেট ছিল না। অন্য বাইকে ছিলেন বন্ধুরা। সোমবার ভোররাতে বাইকটি যখন কোনা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি থেকে নিবরার দিকে যাচ্ছিল সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় পড়েন তনুপর্ণা। সেই সময় পিছন থেকে একটি লরি এসে পিষে দেয় ওই যুবতীকে। আহত ওই যুবতীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে জগাছা থানার পুলিশ। চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাইক চালক। তাঁর সামান্য চোট লাগে। এদিন ভোরে পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। উৎসব চলাকালীন মেয়ের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে আর কোনও উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরির খোঁজে তল্লাশি চলছে।
অন্যদিকে, চুনাভাটি মোড় সত্যেন বোস রোডে বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাজিরগঞ্জ নেপালি পাড়ার বাসিন্দা মৃত ওই দুই যুবক। মৃতদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাইকের অতিরিক্ত গতির জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।