AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pet Dog: কুকুর পুষতে গেলেও এবার লাগবে লাইসেন্স, নতুন নিয়ম চালু হচ্ছে হাওড়ায়

Pet Dog: প্রতিবছর এই লাইসেন্স নতুন করে রিনিউ করতে হবে। পুরসভা বলছে কোন কোন বাড়িতে এই ধরনের পোষ্য রাখা হচ্ছে তার হিসাব তারা রাখতে চাইছেন। এখন কুকুরের জন্য লাইসেন্স চালু হলেও পরে বিদেশি পাখিদের জন্য এই লাইসেন্স চালু করা হবে।

Pet Dog: কুকুর পুষতে গেলেও এবার লাগবে লাইসেন্স, নতুন নিয়ম চালু হচ্ছে হাওড়ায়
প্রতীকী ছবি Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2025 | 8:51 PM
Share

হাওড়া: এবার থেকে বাড়িতে কুকুর পুষতে গেলে লাগবে লাইসেন্স। এমনই নির্দেশ জারি করেছে হাওড়া পুরসভা। অনলাইনে করতে হবে আবেদন। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। কুকুর প্রেমিকরা জানিয়েছেন পোষ্যদের জন্য লাইসেন্সে আপত্তি নেই। তবে তারা উদ্বিগ্ন রাস্তার কুকুর নিয়ে। চাইছেন আগে রাস্তার কুকুর নির্বীজকরণে ব্যবস্থা নিক পুরসভা।

এদিন সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন, “আমরা প্রথমবার পোষ্য কুকুরদের জন্য হাওড়া পুরসভায় লাইসেন্স চালু করলাম। কলকাতা পুরসভায় এটা রয়েছে। বহু মানুষ বাড়িতে স্পেশ্যাল ব্রিডের কুকুর পোষেন তার জন্য পুরসভা থেকে লাইসেন্স নিয়ে কলকাতায় রাখতে হয়। এটা এবার হাওড়া পৌরসভাতেও চালু হল। অনলাইন আবেদন করতে হবে। বছরে দেড়শো টাকা।” 

প্রতিবছর এই লাইসেন্স নতুন করে রিনিউ করতে হবে। পুরসভা বলছে কোন কোন বাড়িতে এই ধরনের পোষ্য রাখা হচ্ছে তার হিসাব তারা রাখতে চাইছেন। এখন কুকুরের জন্য লাইসেন্স চালু হলেও পরে বিদেশি পাখিদের জন্য এই লাইসেন্স চালু করা হবে। তবে পথ কুকুরদের নিয়েও যে পুরসভা উদ্বিগ্ন তা জানাতে ভোলেননি চেয়ারম্যান। সুজয় চক্রবর্তী বলছেন, “এটা ঠিক শহরে পথ কুকুরের সংখ্যা বেড়েছে। তাদের নির্বীজকরনের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে।”