Howrah: স্নানের ছবি তুলে ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশ ধরল মেশোমশাইকে
Liluah: এদিনই ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার বলছেন, লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়।

লিলুয়া: আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল। শারীরিক সম্পর্ক না করলে ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। তারপর ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ। এমনই গুরুতর অভিযোগ বছর সাতচল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনি কাজ করেছেন নিজেরই শ্যালিকার মেয়ের সঙ্গে। অর্থাৎ সম্পর্কে সে নির্যাতিতার মেশোমশাই। পরিবারের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনা লিলুয়া থানা এলাকায়।
সূত্রের খবর, অভিযুক্তের বাড়ি সুন্দরবন সংলগ্ন এলাকায়। কর্মসূত্রে লিলুয়ায় শ্বশুরবাড়িতে থাকেন। অভিযোগ তার শ্যালিকার মেয়ের স্নান করার ছবি তুলে তিনি ব্ল্যাকমেল করছিলেন শারীরিক সম্পর্কের জন্য। এমনকি সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ভয়ে ওই নাবালিকা কিছু বলতে পারেনি। তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাড়ির লোকজনকে বিষয়টি জানায় নির্যাতিতা। তারপরই পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন।
এদিনই ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার বলছেন, লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়। আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়। নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয় আদালতে।
