Left-Cong: পাকা হয়ে গেল বাম-কংগ্রেস জোট? ভোটের মুখে একসঙ্গে মিছিলে হাঁটলেন পুরনো সঙ্গীরা

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Mar 22, 2024 | 6:49 PM

Left-Cong: শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনে মনোনয়ন দাখিল করেন বাম সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। দলের কর্মীদের নিয়ে এদিন তিনি মনোনয়ন দাখিল করতে আসেন। সেই মিছিলে এবার বাম নেতাদের সঙ্গে দেখা কংগ্রেস নেতাদের।

Left-Cong: পাকা হয়ে গেল বাম-কংগ্রেস জোট? ভোটের মুখে একসঙ্গে মিছিলে হাঁটলেন পুরনো সঙ্গীরা
বাঁ দিকে সলিল আচার্য, ডান দিকে অমিত ভট্টাচার্য
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: জল্পনার অবসান? জলপাইগুড়ি লোকসভা আসনে জোট বাঁধল বাম-কংগ্রেস? একদিন আগেই লোকসভা নির্বাচনে বাংলার কয়েকজন প্রার্থীর তালিকা সামনে এনেছে কংগ্রেস। সেই তালিকায় দেখা যাচ্ছে রাজ্যে ৮ টি আসনে প্রার্থী দিয়েছে হাত শিবির। অন্যদিকে ইতিমধ্য়েই বাংলার ৪২ আসনের মধ্যে ১৭ আসনে প্রার্থীদের নাম সামনে এনেছে বামেরা। বাংলায় এবার সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট। প্রথম দফায় রাজ্যে কোচবিহারে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই ৩ আসনে ভোট হবে। এই উপলক্ষে মনোনয়ন দাখিল করার কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি।

শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনে মনোনয়ন দাখিল করেন বাম সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। দলের কর্মীদের নিয়ে এদিন তিনি মনোনয়ন দাখিল করতে আসেন। সেই মিছিলে এবার বাম নেতাদের সঙ্গে দেখা গেল জলপাইগুড়ি জেলা কংগ্রেস নেতৃত্ব তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অমিত ভট্টাচার্য, জলপাইগুড়ি পৌরসভার কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি, কংগ্রেসের তপসিলি বিভাগের জেলার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সরকার সহ অন্য নেতাদের। বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে চাপানউতোরের মধ্যেই এ ছবি দেখে অনেকেই বলছেন, জোটের রাস্তা অনেক আগেই পাকা হয়ে গিয়েছে। এখন বাম-কং নেতাদের একসঙ্গে হাঁটার ছবিতে শুধুই তাঁর বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। 

প্রদেশ কংগ্রেসের সম্পাদক অমিত ভট্টাচার্য বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছি। আজ সিপিএমের পক্ষ থেকে মনোনয়ন মিছিলে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই এসেছি। আমরা জোট বেঁধে লড়াই করব।” সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, “আমাদের ডাকে সাড়া দিয়ে কংগ্রেস নেতৃত্ব এসেছে। আমরা এই ভোটেও একসঙ্গেই লড়াই করব।”

Next Article