AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flash Flood: তিন বছর আগের স্মৃতি উস্কে পরপর হড়পা বান, ফের বড় আশঙ্কা মাল নদীতে

Flash Flood: এবার দশমীর আগেই ফের একই আশঙ্কা তৈরি হয়। কারণ, গতকাল অর্থাৎ নবমীর দিন আচমকাই ফের হড়পা বান আসে। বরাত জোরে প্রাণে বেঁচে যান বিসর্জন ঘাটে কর্মরত কর্মীরা। গতকালের ঘটনার ফের আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।

Flash Flood: তিন বছর আগের স্মৃতি উস্কে পরপর হড়পা বান, ফের বড় আশঙ্কা মাল নদীতে
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 10:38 PM
Share

মালবাজার: হড়পা বানের আশঙ্কায় নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও সাবধান করা হল। মাল নদীতে হাইড্রার সাহায্যে তাই প্রতিমা নিরঞ্জন চলছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। হাজির রয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ২০২২ সালে বিসর্জনের দিন এই মাল নদীতেই আচমকা হড়পা বান আসায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই কারণেই এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

সেই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৮ জনের। সেই ঘটনার পর থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় মাল নদীর বিসর্জন ঘাটে। আর এবার দশমীর আগেই ফের একই আশঙ্কা তৈরি হয়। কারণ, গতকাল অর্থাৎ নবমীর দিন আচমকাই ফের হড়পা বান আসে। বরাত জোরে প্রাণে বেঁচে যান বিসর্জন ঘাটে কর্মরত কর্মীরা। গতকালের ঘটনার পর জেলা প্রশাসনের তরফ থেকে আরও আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

মালবাজারে ও পাহাড়ে বৃষ্টির ফলে দশমীর দিন দুপুর নাগাদ আচমকাই ফের হড়পা বান চলে আসে। এরপরই নিরঞ্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে হড়পা বানের আশঙ্কার কথা বলা হয়েছে। এটি সাধারণত যখন তখন এসে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু।পাহাড়ি অঞ্চলে আগামী তিনদিন ধরে প্রবল বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।