Wild Boar: মানুষে তাড়া খেয়ে মানুষেরই ঘরে ঢুকে আঁচড়ে কামড়ে একসা করল বন্য শূকর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 01, 2021 | 8:32 AM

Dhupguri: শুক্রবার সকালে ঘুমপাড়ানি গুলি করে শূকরটিকে বাগে আনে বনদফতরের আধিকারিকরা।

Wild Boar: মানুষে তাড়া খেয়ে মানুষেরই ঘরে ঢুকে আঁচড়ে কামড়ে একসা করল বন্য শূকর
বন্য শূকরের হামলায় আহত তিন। নিজস্ব চিত্র।

Follow Us

জলপাইগুড়ি: বুনো শূকরের (Wild Boar) হামলায় আহত হলেন তিনজন। একেবারে ঘরের ভিতর ঢুকে এই হামলা চালায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির ডাউকিমারি এলাকায়।

বৃহস্পতিবার, ডাউকিমারির বাজারে একটি বুনো শূকর দাপিয়ে বেড়ায়। যার হামলায় আহত হয়েছে তিনজন। এর মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের নাম ভরত মণ্ডল (৪০), শেফালি মণ্ডল (২৯) ও জিৎ মণ্ডল (৭)।

স্থানীয়রা জানান, মূলত এই বন্য শূকর (স্থানীয়দের কাছে এর পরিচিতি অবশ্য জংলি শুয়োর) জঙ্গলেই থাকে। তবে এবার নিজের ডেরা থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালানো শুরু করেছে। একাংশের দাবি, মানুষের তাড়া খেয়েই ভয় পেয়ে মানুষের ঘরে ঢুকে পড়েছে শূকরটি। এরপরই তার আক্রমণে এক শিশু-সহ তিনজন আহত হয়।

আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সাত বছরের শিশুটির পেতে পাঁচটি সেলাই পরেছে। যার ফলে আতঙ্কে রয়েছে গোটা এলাকা। প্রাথমিক ভাবে স্থানীয়রা মনে করছেন, নাথুয়ার জঙ্গল থেকে ওই বন্য শূকরটি বেরিয়ে আসে। এরপরই লোকালয়ে ঢুকে মানুষের ভিড়ে ঘাবড়ে যায় সে।

এদিকে মানুষও তাকে দেখে ভয় পেয়ে তাড়ানোর চেষ্টা করে। সেই তাড়া খেয়েই ডিউকিমারির একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘরের তিন সদস্যকে আঁচড়ে কামড়ে একসা করেছে শূকরটি। এরপরই ট্রানক্যুলাইজার টিমকে খবর দেওয়া হয়। জানানো হয় বিন্নাগুড়ি বন দফতরেও। বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়  বলেন, সম্ভবত নাথুয়ার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্য শূকরটি।

যদিও বৃহস্পতিবার থেকে তাণ্ডব চালিয়ে তিন জনকে আহত করার পর অবশেষে শুক্রবার সকালে বনকর্মীদের ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বন্য শূকরটি। সারা রাতের চেষ্টায় বাগে আসে সে। সোনাখালির জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।

আরও পড়ুন: COVID Vaccine: শিবের মাথায় হাত রেখে মহিলা বললেন, ‘মহাদেবের বারণ রয়েছে, আমি কিছুতেই টিকা নিতে পারব না’

আরও পড়ুন: Bhawanipore By-Election: ভবানীপুরে শাসকদলের ‘মার্জিনের’ দৌড়ে এই চার ওয়ার্ডই হতে পারে ফ্যাক্টর

আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা পুলিশে চাকরির আবেদন করতে পারবেন রূপান্তরকামীরা, নির্দেশ হাইকোর্টের

Next Article
Jalpaiguri: চলতে পারছেন না গর্ভবতী মহিলা, তবু টাকা না দিলে লিফটে তুলবেন না ‘লিফট ম্যান’
Dhupguri: অসম ফেরত যুবতীর শরীরে ডেঙ্গির উপস্থিতি, নতুন চিন্তা ধুপগুড়িতে