Sujata Mondal: চৈত্রের শেষবেলায় ভোলেবাবাতেই ভরসা সুজাতা, সৌমিত্রের
Vote Campaign: হাজার বছরের প্রাচীন মন্দির ষাঁড়েশ্বরই হোক বা হাজার বছরের প্রাচীন এক্তেশ্বর মন্দির। চৈত্র সংক্রান্তি এলে বাঁকুড়ায় মন্দিরগুলিতে দেখা যায় লম্বা লাইন। শুক্রবার ষাঁড়েশ্বর মন্দিরে দেখা গেল সুজাতা মণ্ডলকে। এক্তেশ্বরে গেলেন সৌমিত্র।

বাঁকুড়া: চৈত্রের শেষবেলায় ভোলেবাবাই ভরসা বিষ্ণুপুরের ভোটপ্রার্থীদের। চৈত্র সংক্রান্তির আগে গাজনে গাজনে ঘুরে প্রচারে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
চৈত্র শেষে রাঢ়বঙ্গ মাতে গাজন উৎসবে। শিবের উপাসনা, গ্রামীণ মেলা, মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়- এ এক অন্যরকম ছবি। ভোটের বাংলায় সেই ছবিতে যুক্ত হয়েছে রাজনীতির হাওয়াও।
হাজার বছরের প্রাচীন মন্দির ষাঁড়েশ্বরই হোক বা হাজার বছরের প্রাচীন এক্তেশ্বর মন্দির। চৈত্র সংক্রান্তি এলে বাঁকুড়ায় মন্দিরগুলিতে দেখা যায় লম্বা লাইন। শুক্রবার ষাঁড়েশ্বর মন্দিরে দেখা গেল সুজাতা মণ্ডলকে। এক্তেশ্বরে গেলেন সৌমিত্র।
সুজাতা বলেন, “বিষ্ণুপুর লোকসভার অধীশ্বর ষাঁড়েশ্বর বাবা। এখানে একটা উৎসব হয় তাতেও অংশ নিয়েছি। প্রভুকে নিজের মনষ্কামনা জানালাম। ওনার চরণের দাসী আমি। অনেকটা সময় কাটালাম এখানে। বাবা সবই জানেন, অন্তর্যামী তিনি। তাঁর সন্তান সুজাতা বাবার কাছে কী চেয়েছে বাবা জানেন। উনি আমার মনষ্কামনা পূর্ণ করবেন জানি। প্রভুর মন্দিরে রাজনীতির কথা বলব না। তবে এবার বিরোধীরা কুপোকাৎ আমাদের বাজিমাত।”
বিজেপির সৌমিত্র খাঁ যান নিজের নির্বাচনী ক্ষেত্রের আরেক প্রাচীন মন্দির এক্তেশ্বরে। ভক্তিভরে সেখানে পুজো দেন তিনি। তিনি বলেন, জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। এক্তেশ্বরেই ভরসা রেখে এগোবেন বলে জানান। কিছুদিন আগেই এই এক্তেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন সুজাতা। হাতে ত্রিশূল নিয়ে দেখা যায় তাঁকে। যদিও সৌমিত্র বলেন, এক্তেশ্বর মন্দিরের পবিত্র ত্রিশূল নিয়ে ছেলেখেলা করা যায় না।





