দিন্দার সমর্থনে ময়নায় এসে নাপিতের বাড়িতে ভাত খেলেন শিবরাজ

পূর্বপরিকল্পনামাফিক, শুক্রবার সকাল ১১ টা নাগাদ বলাইপণ্ডা স্কুলের মাঠে জনসভায় অংশ নেন শিবরাজ।

দিন্দার সমর্থনে ময়নায় এসে নাপিতের বাড়িতে ভাত খেলেন শিবরাজ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2021 | 11:56 PM

পূর্ব মেদিনীপুর: বাংলা ভোট আবহে সপ্তমে রাজনৈতিক পারদ। নির্বাচনের দৌলতে বঙ্গে ঘনঘন পা পড়ছে হেভিওয়েট নেতাদের। কিছুদিন আগেই বাংলায় পরিবর্তন যাত্রায় এসে দক্ষিণশ্বরে পুজো দিয়েছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। এ বার ময়নায় বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দার (Ashok Dinda) সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রামপদ মান্না নামে এক নাপিতের বাড়িতে ভাত খেলেন তিনি।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, শুক্রবার সকাল ১১ টা নাগাদ বলাইপণ্ডা স্কুলের মাঠে জনসভায় অংশ নেন শিবরাজ। সভা থেকে সরাসরি মমতা সরকারকে তোপ দেগে তিনি বলেন, “বাংলায় তো সরকার বদলাবেই। পাশা পাল্টে গিয়েছে। এ বার দিদি যাবেন আর বিজেপি আসবে।” ময়নার প্রার্থী বাংলার প্রাক্তন পেসার অশোক দিন্দার ভূয়সী প্রশংসা করেন শিবরাজ।

সভা শেষে স্থানীয় নাপিত রামপদ মান্নার বাড়িতে কলাপাতায় করে মধ্যাহ্নভোজ সারেন দিন্দা ও শিবরাজ। একদিকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বাংলার পেসার, নিজের বাড়িতে অতিথিদের সম্মান জানাতে পেরে আপ্লুত রামপদ নিজেও। সকাল থেকেই বাড়িতে রান্নার প্রস্তুতিতে উঠে পড়ে লাগেন তিনি। দুপুরে বাংলার ঘরোয়া নিরামিষ রান্নায় মধ্যাহ্নভোজ সারেন শিবরাজ।

প্রচারে গিয়ে দিন্দা বলেন, “এতদিন বাংলার মানুষের মাথায় ছাদ ছিল না, পেটে খাবার ছিল না। এ বার বিজেপি ক্ষমতায় এসে আসল ছাদ, তৈরি হবে। আর অনাহারে ভুগতে হবে না।” এ দিন শিবরাজকে স্বাগত জানাতে সেজে উঠেছিল গোটা ময়না। রাস্তা জুড়ে আলপনা এঁকে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীকে। স্থানীয় কৃষ্ণ মন্দিরে পুজো দেন শিবরাজ।

স্পষ্টত, বঙ্গে এসে বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টায় কোনও ফাঁক রাখছেন না বিজেপির হেভিওয়েট নেতারা। স্থানীয় বাড়িতে মধ্যাহ্নভোজ থেকে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের চেষ্টাকে ভোট অঙ্কের সূচক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন: ‘দিদির বিদায় সময়ের অপেক্ষা’, কালীঘাটে পুজো দিয়ে তোপ শিবরাজের