Durga Puja: কী দুঃসাহস! মা দুর্গার গা থেকে টপাটপ গহনা খুলে নিচ্ছে সিভিক ভলান্টিয়াররা, দেখুন কীর্তি
Malda: ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলের একলাখি গান্ধীমোড় সার্বজনীন দুর্গাপুজোয়। হঠাৎ নজরে আসে যে দেবী দুর্গার পরনের কিছু গয়না উধাও। মায়ের মূর্তির সামনে একটি ছোট পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না রাখা ছিল। এরপরই হইচই পড়ে যায়।

মালদহ: চরম দুঃসাহস! মা দুর্গার গা থেকে সোনার অলঙ্কার চুরি। আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই হাতেনাতে ধরা পড়ল চোর। দেখা গেল দুই সিভিক ভলান্টিয়ার দেবী প্রতিমার সোনার গহনা চুরি করছে। তাদের মদত দেয় এক স্থানীয় বাসিন্দা। দুই সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলের একলাখি গান্ধীমোড় সার্বজনীন দুর্গাপুজোয়। আজ, নবমীর দিন হঠাৎ নজরে আসে যে দেবী দুর্গার পরনের কিছু গয়না উধাও। মায়ের মূর্তির সামনে একটি ছোট পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না রাখা ছিল। এরপরই হইচই পড়ে যায়।
পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই দেখা যায়, সঞ্জয় মন্ডল ও গৌড় মন্ডল নামে গাজোল থানার কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার এই কুকাজ করছেন। সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরা অবস্থায় তারা মূর্তি থেকে গহনা চুরি করছিল। অধীর মন্ডল নামে আরেক স্থানীয় ব্যক্তি গয়না চুরিতে সাহায্য করছেন। সঙ্গে সঙ্গেই গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
